০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন দেয়ার আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের

প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন দেয়ার আহ্বান জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স - ছবি : সংগৃহীত

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে স্থগিতাদেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। সেইসাথে প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা তথ্যের অবাধ প্রবাহ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে স্থগিতাদেশের বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা আশা করি, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি প্রশাসন সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার বজায় রাখার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের সাময়িক যে ব্যবস্থা করা হয়েছে, তা যথেষ্ট নয়। এজন্য দ্রুত যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। অনলাইন এডিটরস অ্যালায়েন্স সরকারের গঠনমূলক পদক্ষেপের প্রতি আস্থা রাখে এবং এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করে।

আমরা মনে করি, গণহারে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করার সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত নয়। এজন্য ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। একইসাথে, আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করছি, প্রকৃত সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকারের বিষয়টি দ্রুত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।” প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
শিবচরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু সব সেক্টরে আওয়ামী সিন্ডিকেট এখনো বসে আছে : জামায়াত আমির দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন কুমিল্লায় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বিদায় বেলায় ইরানে হামলার পরিকল্পনা বাইডেনের টাংগুয়ার হাওর থেকে মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্রসহ আটক ৩ ২০২৪ সালে বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে ২.১ শতাংশ : এফএও গাজায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযানে ৪ মেরকাভা ট্যাংক ধ্বংস সাতক্ষীরার দেবহাটায় তিন পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ ইসরাইলকে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র দেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সকল