শনিবার গ্যাস্ট্রোএন্টেরোলজি সোসাইটির নির্বাচন
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ ডিসেম্বর ২০২৪, ২০:৫৮
বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টেরোলজি সোসাইটির নির্বাচন হবে শনিবার। এদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
শুক্রবার গ্যাস্ট্রোএন্টেরোলজি সোসাইটির ইলেকশন মনিটরিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. এ বি এম ছফিউল্যাহ জানিয়েছেন, নির্বাচনে সোসাইটির মোট ১২ পদের জন্য ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আজকের নির্বাচনে দু’জন সহ-সভাপতি, একজন কোষাধ্যক্ষ, একজন যুগ্মসম্পাদক, একজন সাংগঠনিক সম্পাতক এবং সাতজন কার্যকরী সদস্য পদে ভোটারদের ভোট দিতে হবে।
এর আগে সভাপতি পদে অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন এবং মহাসচিব পদে অধ্যাপক ডা. দেওয়ার সাইফুদ্দিন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
গ্যাস্ট্রোএন্টেরোলজি সোসাইটির মোট ২৮৯ জন। নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মহাখালীর ন্যাশনাল গ্রাস্ট্রোলিভার হাসপাতাল ও ইনস্টিটিউটে।