অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সভা শনিবার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৮
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওয়া) বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৪ আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও বিআরপিওয়ার প্রধান পৃষ্ঠপোষক বাহারুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।
এছাড়া সভায় সভাপতিত্ব করবেন বিআরপিওয়ার ভারপ্রাপ্ত সভাপতি ড. এম আকবর আলী।
দেশমাতৃকার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওয়া) বদ্ধপরিকর। ইতোমধ্যে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে গত ১১ ডিসেম্বর সংগঠনটি রাজধানীতে মিছিল সমাবেশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দিয়েছে। পুলিশোন্নয়ন ও পুলিশ-জনগণ সম্পর্কোন্নয়নে এ প্রতিষ্ঠানকে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে প্রত্যয়ী। এ প্রতিষ্ঠান অসহায় বয়স্কদের চিকিৎসা সেবা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম ও দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং দেশের প্রয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকেন।
এমতাবস্থায়, আশা করা হচ্ছে, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা সভায় ব্যাপকভাবে উপস্থিত হয়ে তাদের দাবি-দাওয়াগুলোকে সবল করবেন।
প্রেস বিজ্ঞপ্তি