২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪ পেলেন যারা

লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪ পেলেন যারা - ছবি : সংগৃহীত

লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্যদের সাহিত্য চর্চা ও সাংবাদিকতায় উৎসাহিত করার পাশাপাশি তাদের সাহিত্যকর্ম ও সাংবাদিকতার স্বীকৃতি দিতে গতবারের মতো এবারো ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪’ প্রদান করা হয়েছে। এ বছর লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা পেয়েছেন ১০ লেখক ও তিন সাংবাদিক।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী লেখক ও সাংবাদিকদের বিশেষ উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) মহাসচিব মুফতি মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য লেখক ও মুহাদ্দিস মোহাম্মাদ যাইনুল আবিদীন, মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, লেখক অনুবাদক জুবাইর আহমদ আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, বার্তা টুয়েন্টফোরের সহকারী সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের বার্তা সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগীয় প্রধান মিরাজ রহমান, লেখক সাংবাদিক মাসউদুল কাদির ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব-এডিটর আবু সাঈদ প্রমুখ।

২০২৩ সালে প্রকাশিত ফোরাম সদস্যদের পাঠানো প্রায় ৫০টি বইয়ের ওপর মূল্যায়ন করে সেরা ১০ জনকে গ্রন্থ সম্মাননা প্রদান করা হয়। তিনজনকে দেয়া হয় মিডিয়ায় সেরা প্রতিবেদন তৈরির জন্য ফিচার সম্মাননা।

লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪ প্রাপ্তরা হলেন,

১. মাসউদুল কাদির
বই : অনুপম সাহিত্য (শিশু সাহিত্য)

২. মিরাজ রহমান
বই : দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মোহাম্মাদ সা: (গবেষণা)

৩. জুবায়ের রশীদ
বই : সাহাবিদের জ্ঞানচর্চার ইতিহাস (ইতিহাস-জীবনী)

৪. মুফতি শরিফুল ইসলাম নাঈম
বই : বিশ্ববিখ্যাত ১০০ আলেম (ইতিহাস-জীবনী)

৫. সায়ীদ উসমান
বই : দ্য টাইগার অব ফিলিস্তিন (গল্প-উপন্যাস)

৬. আবদুল্লাহ আশরাফ
বই : ঝিলামের রাজকন্যা (গল্প-উপন্যাস)

৭. আবদুল্লাহ আল মুনীর
বই : শরিয়তনামা (গল্প-উপন্যাস)

৮. মামুনুর রশীদ নদভি
বই : সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (অনুবাদ)

৯. আবু নাঈম ফয়জুল্লাহ
বই : মুহতামিমের রোজনামচা (প্রবন্ধ-আলোচনা)

১০. মিযানুর রহমান জামীল
বই : শিউলি ফোটার দিনে (ছড়া-কবিতা)

প্রতিবেদন সম্মাননা ২০২৪ পেলেন যারা

১. মুফতি আবদুল্লাহ তামিম
ফিচার : মধ্যপ্রাচ্যে দেখা যায় বিশ্বের বড় বড় গ্রন্থাগার

২. কাউসার লাবীব
ফিচার : মাদরাসা সঙ্কটে পড়লে সমাধানের দায়িত্ব কার? কে আসবে এগিয়ে?

৩. নুরুদ্দীন তাসলিম
ফিচার : হাজরে আসওয়াদ : জান্নাতি পাথরটি এলো যেভাবে

এছাড়া অনুষ্ঠানে আয়োজিত জুলাই বিপ্লবের উপর স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মাহফুজ ইকরাম, দ্বিতীয় হয়েছেন আনিস আরমান, তৃতীয় হয়েছেন নাঈমুর রহমান, চতুর্থ হয়েছেন মাহমুদ হাসান এবং পঞ্চম হয়েছেন আহমাদ যুবায়ের খান।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর মধ্যে সারাদেশের প্রায় ৫০০ লেখক এই সংগঠনের সদস্য।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement