বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন জয়নুল আবেদীন
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ৬(৩) ধারা অনুযায়ী ১৭ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নী জেনারেল মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বার কাউন্সিলের কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়। বার কাউন্সিলের নির্বাচিত সকল সন্মানিত সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বার কাউন্সিল সভায় নির্বাচিত সদস্যগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।