১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিকাব পরা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বহিষ্কারে ছাত্রশিবিরের প্রতিবাদ

-

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নিকাব পরা এক ছাত্রীকে পরীক্ষার হল থেকে বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (১৪ ডিসেম্বর) শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

তারা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্দা পালনের কারণে একজন অন্তঃসত্ত্বা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বের করে দেয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। ইসলামী অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। একজন শিক্ষার্থী যদি পর্দা রক্ষা করে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে তার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উচিত ছিল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু উল্টা তাঁকে অপমানিত ও হয়রানি করা হয়েছে, যা মানবাধিকার ও নৈতিকতার চরম লঙ্ঘন।

বিবৃতিতে তারা আরো বলেন, আমরা মনে করি এই ধরনের ঘটনা আমাদের সমাজের ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষার নৈতিক পরিবেশের পরিপন্থী। এটি একদিকে যেমন একজন মুসলিম নারীর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অন্যদিকে তা সমাজে ধর্মীয় অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করতে পারে।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে দেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে সব শিক্ষার্থীর ধর্মীয় অধিকার রক্ষা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই।

উল্লেখ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনস্থ সমাজতত্ত্ব-২ পরীক্ষায় অংশগ্রহণকারী একজন অন্তঃসত্ত্বা ছাত্রী নিকাব খুলতে অস্বীকৃতির করলে তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার

সকল