আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র্যালি ও মানববন্ধন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৭
দেশের বিভিন্ন অঞ্চলে জার্মান-বিএমজেড প্রকল্পের আওতায় আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ‘সরকারের ওপর নাগরিকদের স্বাস্থ্য নির্ভরশীল’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবসটি পালন করে রিক।
‘সর্বজনীন স্বাস্থ্যসেবার অর্থই হচ্ছে কোনো আর্থিক চাপ ছাড়া নাগরিকরা মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। জাতিসঙ্ঘভুক্ত রাষ্ট্র ও তার নাগরিকরা যে যেখানে আছেন তারা যেন স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য অধিকার নিয়ে কথা বলার সুযোগ পান।’
এ বিষয়ের আলোকে রিক এ র্যালি ও মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সেবার অধিকার বাস্তবায়নে প্রবীণদের পক্ষ থেকে দাবি উত্থাপন করে রিক।
প্রেস বিজ্ঞপ্তি