১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আগামী সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন - ছবি : সংগৃহীত

আগামী সাত দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের স্থাবর, অস্থাবর সম্পদ এবং আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে নিজের নতুন কর্মস্থলে যোগদানের পর এ কথা বলেন তিনি।

মোমেন তার নিজের বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘যেসব অভিযোগ আছে, সেগুলো দুদকে এসেছিল ২০০৯ সালে। ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত এগুলো নিয়ে বহু তদন্ত হয়েছে।’

‘২০২৩ সালে ওই সব অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রত্যয়ন দিয়েছে দুদক। এটা কিন্তু পাঁচ আগস্টের পরে নয়, আরো অনেক আগে,’ বলেন মোমেন।

মোমেন বলেন, ‘রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সাথে কাজ করবো। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো, সেই প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। আমরা যেন সাধ্যমতো কাজ করতে পারি, সেটি দেখতে হবে। ন্যায়নিষ্ঠভাবে আমরা আইন মেনে কাজ করবো।’

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের আয় ও সম্পদ বিবরণীর তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

একইসাথে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ও নজিরবিহীন প্রাণহানি ও ত্যাগের বিনিময়ে সৃষ্ট ‘নতুন বাংলাদেশের’ অভীষ্টের প্রতি অনঢ় ও সর্বোচ্চ শ্রদ্ধাবোধের সাথে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকারেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার দুদকের এ নতুন কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement