০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের

আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের - ছবি : নয়া দিগন্ত

ঢাকা মহানগরীতে একটি আধুনিক ও উন্নতমানের ‘অটোমোবাইলস জোন’ স্থাপনের দাবি জানিয়েছেন অর্গানাইজেশন ফর দ্যা ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্স নেতৃবৃন্দ।

বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সভাপতি খালিদ হোসাইন বুদ্ধু লিখিত বক্তব্যে বর্তমান সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে অন্তত ১১ হাজারের বেশি গাড়ি মেরামতের ওয়ার্কশপ রয়েছে। এর সাথে জড়িত রয়েছেন প্রায় এক লাখ ৩০ হাজার কর্মী। তবে সমস্যা হচ্ছে, সড়কের পাশে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপে কাজ করাতে গিয়ে গাড়ির মালিকগণ অস্বস্তিবোধ করেন। স্থান স্বল্পতায় তাদের গাড়িগুলো রাস্তার ওপর রেখেই কাজ করতে হয়। এতে করে যানবাহনসহ পথচারির চলাচলেও বিঘ্ন ঘটে। গাড়ি মেরামতকালে টেস্ট করতে গিয়ে হর্ণ বাজানোসহ হাতুড়ি পেটা করতে হয়। এতে শব্দ দূষণ হয় এবং স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রমের বিঘ্ন ঘটে। এছাড়া ওয়ার্কশপের কারণে সংশ্লিষ্ট আবাসিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে।

এ সকল সমস্যা সমাধানের লক্ষ্যে এই ওয়ার্কশপগুলো একটি নির্দিষ্ট জায়গায় স্থাপনের জন্য ঢাকা মহানগরীতে একটি আধুনিক ও উন্নতমানের ‘অটোমোবাইলস জোন’ স্থাপন জরুরি হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সভাপতি খালিদ হোসাইন বুদ্ধু লিখিত বক্তব্যে সরকারের কাছে ৭ দফা দাবি তুলে ধরেন। প্রধান দাবি হলো সমৃদ্ধ অটোমোবাইলস ওয়ার্কশপ জোন নির্মাণ, অটোমোবাইল ইউনিভার্সিটি ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা, আন্তর্জাতিক অটোমোবাইল প্রশিক্ষণ কেন্দ্র, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে ৩৫০০ সিসি’র ঊর্ধ্বে গাড়ির ইঞ্জিনে গভর্নর সিল সংযোজন, রেন্ট-এ কারের জন্য প্রতিটি থানায় একটি করে রেন্ট-এ-কার স্ট্যান্ড নির্মাণ, রেন্ট-এ-কারের ট্যাক্স টোকেন এর ফি ৫০ শতাংশ কমানো এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পৃথক আদালত প্রতিষ্ঠা।

তিনি বলেন, একটি আধুনিক অটো মোবাইলস জোন প্রতিষ্টা হলে সেখানে থাকবে প্রায় তিন শতাধিক ওয়ার্কশপ, রিকন্ডিশন মাল ক্রয়-বিক্রয়ের বড় দোকান, পার্টস ঢালাই কারখানা, রিকন্ডিশন গাড়ি ক্রয়-বিক্রয় কেন্দ্র, দেশ-বিদেশের গাড়ি উৎপাদনকারী কোম্পানীর এডভারটাইজমেন্ট শোরুম, মল্ডিং কারখানা, লেদ কারখানা, যন্ত্রাংশ নির্মাণ প্রতিষ্ঠান গড়ে উঠবে। আর এ জন্য দেশের পাঁচ লাখ কর্মীর কর্মসংস্থান হবে।


আরো সংবাদ



premium cement