আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধন
- নিজস্ব প্রতিবেদক
- ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৩, আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩১
আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে নজিরবিহীন হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টে মানববন্ধন করছেন আইনজীবীরা।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বারের প্রধান ফটকের সামনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা এ মানববন্ধন করেন।
সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভাপতিত্বে মানববন্ধনে অংশ নিয়ে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়ার প্রতিবাদ জানান তারা।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন আইনজীবী আবেদ রাজা, তৈমূর আলম খন্দকার, শাহ আহমেদ বাদল, আশরাফুজ্জামান, সাবেক জেলা জজ শহিদুল ইসলাম, জিয়াউর রহমান, রফিকুল হক তালুকদার রাজা, মতিলাল ব্যাপারী পারভেজ হোসেন প্রমুখ।
আপনারা সাবধান হয়ে জান। আমাদের আইনজীবীকে হত্যা করিয়েছেন। পুলিশকে নির্বিকার রেখে বাংলাদেশ নজিরবিহীন হামলার করিয়েছেন। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ আমাদের সাথে আছে। ৬০ মুসলিম দেশ আমাদের সাথে আছে। আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আপনারা আমাদের কিছু করতে পারবেন না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা