০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

সেবা পেতে গত ১৫ বছরে দেড় লাখ কোটি টাকা ঘুষ দিয়েছে জনগণ : টিআইবি

সেবা পেতে গত ১৫ বছরে দেড় লাখ কোটি টাকা ঘুষ দিয়েছে জনগণ : টিআইবি - ছবি : সংগৃহীত

বিগত সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে সাধারণ মানুষকে নাগরিক সেবা নিতে প্রায় দেড় লাখ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (৩ ‍ডিসেম্বর) ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতির প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি।

টিআইবি জানায়, ১৫ বছরে সাধারণ মানুষকে নাগরিক সেবা নিতে মোট এক লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। এরমধ্যে ২০২৩ সালে নাগরিক সেবা নিতে গিয়ে ১০ হাজার ৯০২ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে।

দেশে পাসপোর্ট, ভূমি ও বিচারিকসহ নাগরিক নানা সেবা নিতে ২০২৩ সালে প্রতিটি পরিবার গড়ে ঘুষ দিয়েছে পাঁচ হাজার ৬৮০ টাকা। দুর্নীতি ও ঘুষ লেনদেন সবচেয়ে বেশি হয়েছে বরিশাল বিভাগে। সেবা নিতে যাওয়া ৮২ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়েছে।

শুধু বিচারিক সেবা নিতে গিয়ে ২০২৩ সালে সাধারণ মানুষকে গড়ে ৩০ হাজার ৯৭২ টাকা ঘুষ দিতে হয়েছে বলেও জানায় টিআইবি। সংস্থাটি আরো উল্লেখ করে, জরিপে অংশ নেয়া ৭৭ শতাংশ মানুষ বলেছেন ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‌‘যাদের দুর্নীতি রোধ করার কথা তারাই দুর্নীতিতে নিমজ্জিত হয়েছেন। যে কারণে দুর্নীতি কমছে না। গ্রামের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার।’

পাসপোর্ট খাত সবচেয়ে বেশি দুর্নীতিতে নিমজ্জিত জানিয়ে তিনি বলেন, ‘২০২৩ সালে দুর্নীতিগ্রস্ত পাঁচ সেবা খাতের মধ্যে শীর্ষে ছিল পাসপোর্ট খাত। উচ্চ পর্যায়ের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে পুলিশ।’


আরো সংবাদ



premium cement