আসিফ নজরুল-আলী ইমাম-ফারুকীর অপসারণের দাবিতে সচিবালায় অভিমুখে বিক্ষোভ মিছিল
- অনলাইন প্রতিবেদক
- ১৯ নভেম্বর ২০২৪, ১৭:৪৩
অন্তর্বর্তী সরকারের 'বিতর্কিত সব উপদেষ্টা' এবং ফেস্টুনে লেখা আসিফ নজরুল, আলী ইমাম মজুমদার, মোস্তফা সরয়ার ফারুকীর অপসারণের দাবিতে সচিবালায় অভিমুখে বিক্ষোভ মিছিল করে 'বিপ্লবী ছাত্র ও শ্রমিক জনতা ও সমমনা বিভিন্ন সংগঠন' এর ব্যানারে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে 'রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্পিরিট ধ্বংসকারী বিতর্কিত সব উপদেষ্টাদের অপসারণ, বিপ্লবীদের নিয়ে সরকার পুনর্গঠন, আওয়ামী দোসর আমলাদের বহিষ্কার, বাজার সিন্ডিকেট উৎপাটনের' দাবিতে 'বিপ্লবী ছাত্র-শ্রমিক জনতা ও সমমনা বিভিন্ন সংগঠন'-এর ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় তারা প্রেসক্লাব-সংলগ্ন সচিবালয়ের রাস্তায় প্রবেশ করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। বাধার মুখে সেখানে তারা অবস্থান নিয়ে সরকারকে দাবি বাস্তবায়নের বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি শেষ করেন।
এ সময় বক্তারা বলেন, যারা স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাতে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে দিয়ে বিপ্লবী সরকার গঠন করতে হবে, না হয় নির্বাচন দিন। কথা আমাদের স্পষ্ট , হয় আওয়ামী দোসরা থাকবে, না হয় আমরা থাকবো।
তারা আরো বলেন, যে উদ্দেশ্য নিয়ে জুলাই-আগস্টে রক্ত প্রাণ দিয়েছি তার বাস্তবায়ন এখনো আমরা পাইনি। যারা প্রবাসে থেকে আন্দোলনে কাজ করেছেন আজ তাদেরকে সরকার চেনে না। সে কারণেই সরকার মোস্তফা সরোয়ার ফারুকীর মতো অযোগ্যকে উপদেষ্টা বানিয়েছে।
বিতর্কিত উপদেষ্টারদের অপসারণ না করলে আগামীতে আবার রাস্তায় নামার হুঁশিয়ার উচ্চারণ করে তারা বলেন, বিপ্লবীদের রক্তের সাথে বেইমানি আমরা মানবো না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা