তাবলীগের সমস্যা আগামী এপ্রিলে সমাধানের সিদ্ধান্ত
- অনলাইন প্রতিবেদক
- ১৩ নভেম্বর ২০২৪, ২০:৩৪
আগামী বছরের এপ্রিল মাসে তাবলীগ জামাতের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৩ নভেম্বর) ওলামা মাশায়েখ বাংলাদেশ’র পক্ষ থেকে কাকরাইল মসজিদ ও তাবলীগ বিষয়ে জরুরি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও তৌহিদ জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বর্তমানে নানা ষড়যন্ত্রে জর্জরিত। দেশের সংকটময় এই পরিস্থিতি যাতে আরো জটিলতার দিকে না যায় সেই লক্ষ্যে যেকোনোভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকার ও দেশপ্রেমী জনগণ সকলের কর্তব্য।
আরো বলা হয়েছে, সেই উদ্দেশ্যে ১২ নভেম্বর বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ওলামা মাশায়েখ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসে তাবলীগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দেশের বৃহত্তর স্বার্থে ওই সময় পর্যন্ত কাকরাইল মসজিদে এ অবস্থানের বিষয়ে পূর্বের তরতিব বা নিয়ম মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার ব্যাপারে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও কাকরাইলের পক্ষ থেকে সকলে একমত পোষণ করে।
উল্লেখ্য, দিল্লির মাওলানা সা’দ সাহেব বাংলাদেশে আসবে না মর্মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়। এবং শূরায়ী নেজামের বিশ্ব ইজতেমা আগামী ৩১ জানুয়ারি, ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ওলামা মাশায়েখের পক্ষ থেকে মাওলানা শাহরিয়ার মাহমুদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা