১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক মোতাহার

মহিউদ্দিন মুজাহিদ মাহি ও মোতাহার হোসেন - ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি হিসেবে বাসসের মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক জনকণ্ঠের মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন। মাহি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এবং মোতাহার ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী। তারা দু’জনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।

সোমবার (১১ নভেম্বর) বিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডুজা কার্যালয়ে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

রিয়াদুলের সাথে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং সাবেক সভাপতি মাহবুব রনি।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে দ্য নিউ নেশনের মো: মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের মাহাদী হাসান, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের মো: শোয়াইব আহমেদ। এছাড়া দফতর সম্পাদক ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম এবং কালবেলার জাফর আলী (তারা উভয়ে সমান ভোট পাওয়ায় ৬ মাস করে দায়িত্বে থাকবেন)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে কালের কণ্ঠের মনজুর হোসাইন মাহি, আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম ও ভোরের কাগজের রাফিউজ্জামান লাবীব নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে দু’টি গ্রুপ রয়েছে। একটি গ্রুপে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কর্মরত সাংবাদিকেরা। অন্য গ্রুপে বিশ্ববিদ্যালয়ের বাকি বিভাগ থেকে ক্যাম্পাসে সাংবাদিক হিসেবে কর্মরত শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement
গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা

সকল