‘অনুসন্ধানী রিপোর্টিং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়ামক ভূমিকা রাখতে পারে’
- নিজস্ব প্রতিবেদক
- ০৭ নভেম্বর ২০২৪, ১৯:২২
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম : অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, অনুসন্ধানী রিপোর্টিং গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়ামক ভূমিকা রাখতে পারে। জুলাই-আগস্ট বিপ্লবোত্তরকালে অনুসন্ধানী রিপোর্টিং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়ামক ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, অনুসন্ধানী সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে সংবাদের উৎস বারংবার পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। প্রতিনিয়ত আমরা শিখছি আর শেখার কোনো বিকল্প নেই। প্রচুর পড়াশোনা করতে হবে।
গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্র আরো প্রসারিত হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। নতুন সময়ের সংবাদ চর্চায় গবেষণামূলক প্রতিবেদন তৈরিতে সংবাদকর্মীদের প্রশিক্ষণ গ্রহণের ওপর জোর দেন তিনি।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাশরুর জামান।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, অনুসন্ধানী রিপোর্টিং জনগণের ক্ষমতায়নকেই ত্বরান্বিত করে। তিনি দেশের ইতিবাচক পরিবর্তন আনতে অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
এতে আরো উপস্থিত ছিলেন, এনআইএমসির পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো: নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক, ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা প্রমুখ।
ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মারুফ নওয়াজের সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালায় গণমাধ্যমের ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা