০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, empty
`

গণমাধ্যমে হামলা ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় টিআইবি’র উদ্বেগ

গণমাধ্যমে হামলা ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় টিআইবি’র উদ্বেগ - ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমের হামলা-ঘেরাও, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘স্বার্থান্বেষী বিভিন্ন মহল দেশের কোনো কোনো গণমাধ্যমের বিরুদ্ধে কুৎসা রটনা, হামলা, ঘেরাওয়ের হুমকিসহ নানাবিধ আক্রমণ চালিয়ে যাচ্ছে’।

বিবৃতিতে তিনি বলেন, ‘কখনো অতি ক্ষমতায়িত কোনো কোনো মহলের স্বার্থের বাইরে গেলেই গণমাধ্যমকে আক্রমণ ও সাংবাদিক হেনস্তা, গণমাধ্যমকে দখল বা খেয়ালখুশি মতো পরিচালনার প্রচেষ্টা চলছে। যা আসলে মুক্ত গণমাধ্যমের সম্ভাবনার জন্য অশনি সংকেত।’

বিবৃতিতে জামান বলেন, ‘গণমাধ্যমের ওপর সাংবাদিক ও গণমাধ্যমের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ ‘নতুন বাংলাদেশ’- এর অভীষ্টের জন্য ভালো বার্তা বয়ে আনবে না’।

যে কারণে গণমাধ্যম ও সংবাদকর্মীদের জন্য ভয়ডরহীন পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।

একইসাথে, গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষমতার অপব্যবহার রোধ করে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট অংশীজনের প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement