সকল প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম অপসারণের দাবি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ অক্টোবর ২০২৪, ১৬:২৩
ক্যান্টনমেন্টসহ সকল প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম অপসারণের দাবি করেছে নাগরিক পরিষদ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক পরিষদ আয়োজিত মুক্ত আলোচনা কর্মসূচিতে এ দাবি করা হয়।
এতে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় জনতা পার্টির নির্বাহী সভাপতি কমান্ডার কাজী শামসুল করিম সেলিম, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশীদ খান, জাতীয় পাঠচক্রের আহ্বায়ক কাউসার মনসুর, শহীদ মিজানুর রহমান পলাশের মা হাসিনা পারভীন, নাগরিক পরিষদের নেতা এয়াকুব শরীফ, নওয়াব সলিমুল্লাহ অ্যাকাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ, বাংলাদেশ কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক আবু হানিফ, মোজাম্মেল মিয়াজী, আবুল কাশেম মজুমদার, সাংবাদিক নেতা মিজানুর রহমান প্রমুখ।
মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ‘শেখ হাসিনার নামে ক্যান্টনমেন্টসহ সকল প্রতিষ্ঠানের নাম বাতিল করে দেশের জন্য শহীদ জাতীয় বীরদের নামকরণ করতে হবে। বার্ন ইনস্টিটিউটের নাম শেখ হাসিনার নামে না থেকে কোনো এক শহীদ জাতীয় বীরের নামে নামকরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের মধ্যবর্তী রাস্তার নাম আবরার ফাহাদ স্মরণী করতে হবে। যেই কক্ষে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে তাতে আবরার ফাহাদ গ্যালারি করতে হবে।’
তিনি বলেন, ‘আবরার ফাহাদের চেতনায় উজ্জীবিত সরকারের কাছে দাবি প্রতিবছর ৭ অক্টোবর আবরার ফাহাদ দিবস জাতীয়ভাবে পালন করতে হবে।’
জাতীয় জনতা পার্টির নির্বাহী সভাপতি কমান্ডার কাজী শামসুল করিম সেলিম বলেন, ‘আমরা জীবনবাজি রেখে যে দেশ প্রতিষ্ঠা করেছি, শেখ হাসিনা ও তার পরিবার সে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। রাজনৈতিকভাবে পরনির্ভরশীল করেছে। দিল্লির অনুগত মসনদে বসে স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে।’
দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশীদ খান বলেন, ‘দিল্লির অনুগত প্রশাসনে ঘাপটি মেরে থাকা শত্রুদেরকে চিহ্নিত করতে হবে। তাদের বের করে দিতে হবে। তা না হলে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব হয়ে যাবে।’
বাংলাদেশ কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক আবু হানিফ বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করে অবিলম্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আবরার ফাহাদের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা