রিটায়ার্ড ইসলামী ব্যাংকার্সদের সাধারণ সভা
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪
অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড ইসলামী ব্যাংকার্স এর উদ্যোগে গত ২৮ শনিবার 'অবসর ভবন' ধানমন্ডি ঢাকা-এর সুগন্ধা কমিউনিটি সেন্টারে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিভিন্ন ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহী এবং কর্মকর্তারা যোগদান করেন।
সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র বিভিন্ন সংশোধনীসহ অনুমোদিত হয়। এছাড়া সভায় অ্যাসোসিয়েশনে বিভিন্ন জনকল্যাণ ও সেবামূলক কার্যক্রম গ্রহণের ব্যাপারে আলোচনা করা হয়। সবশেষে ইসলামী ব্যাংকগুলোর উন্নতি অগ্রগতি ও সুরক্ষা এবং রিটায়ার্ড ইসলামী ব্যাংকারদের মধ্যে বর্তমানে যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা