২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে হেফাজতের অভিনন্দন বার্তা

মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ - ছবি : সংগৃহীত

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে এবিষয়ে একটি বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ‘স্বৈর-ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সবচে নিপীড়িত মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। অবর্ণনীয় জেল-জুলুমের মধ্য দিয়ে তাকে দেশত্যাগে বাধ্য করেছিল হাসিনাশাহী। নতুন এই স্বাধীন বাংলাদেশে তার পদার্পণে আমরা অত্যন্ত আনন্দিত।’

তারা আরো বলেন, ‘২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলন-সংগ্রামকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে ঈমানদীপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকার অগ্রণী ভূমিকা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। এছাড়া দেশপ্রেমিক জনতার কাছে শাহবাগী ফ্যাসিজমের স্বরূপ উন্মোচনে তার পত্রিকা সাহসী সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। এদেশে ফ্যাসিবাদবিরোধী সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে তার লড়াকু অবদান যুগে যুগে আমাদের প্রেরণা জোগাবে বলে আমরা বিশ্বাস করি।’

নেতৃবৃন্দ বলেন, ‘মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকার আবেদন ও প্রয়োজন কখনো ফুরোবে না। ইসলামবিদ্বেষী সেক্যুলার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পত্রিকাটির শূন্যতা আমরা এখনো অনুভব করি। দেশপ্রেমিক জনগণ পত্রিকাটি আবারও হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা আশা করি, জাতির গর্ব মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকা অতিসত্বর পুনরায় চালু হবে এবং দেশপ্রেমিক জনগণের কণ্ঠস্বর হয়ে বীরদর্পে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।’


আরো সংবাদ



premium cement
সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক নিহত রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় শটগানের ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার যশোরে আ.লীগের ১৬৯ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ অন্তর্বর্তী সরকারকে আরো ২ বছর সময় দিতে হবে : ভিপি নুর সতর্ক থাকুন, দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে : মির্জা ফখরুল নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপক আতাউরকে সাময়িক অব্যাহতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন নাসিমুল গনি রাজশাহীতে রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল সবার সহযোগিতায় দুর্নীতিমুক্ত ও ক্রিয়েটিভ বাংলাদেশ গড়তে চাই : শিশির মনির

সকল