২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দিতে হবে’

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভা - নয়া দিগন্ত

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। দেশে সামনে নির্বাচন আসবে। সেই নির্বাচনে যেই দলই এদেশের নবীপ্রেমিক আপামর তৌহিদী জনতার ভোট নিজেদের পক্ষে পেতে চাইবে, তাদেরকে নিজেদের নির্বাচনী ইশতেহারে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দিতে হবে।’

তিনি বলেছেন, ‘যে দল আমাদেরকে এই ওয়াদা দেবে, আমরা নির্বাচনে তাদেরকে সমর্থন করব।’

সোমবার কেন্দ্রীয় কার্যালয় খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মাদরাসায় এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই কথা দিবালোকের ন্যায় স্পষ্টভাবে প্রমাণিত যে এদেশের নির্বাচনে আলেম উলামা ও তৌহিদী জনতা যেই দলকে সমর্থন দেয় তারাই বিজয়ী হয়।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মীর ইদরিস, মুফতী শিব্বির আহমাদ কাসেমী, সহকারী মহাসচিব মুফতী কামাল উদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, সহকারী অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মোমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতী আল আমীন ফয়জী, সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী সুলতান আহমাদ জাফরী এবং মাওলানা হেদায়াতুল্লাহ প্রমুখ।

বৈঠকে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে আগামী ২৬ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় খিলগাঁও জাগরণী মাঠে খতমে নবুওয়ত মহা-সম্মেলন করার সিদ্ধান্ত হয়। এই মহা-সম্মেলন বাস্তবায়ন করার জন্য সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে আহ্বায়ক, মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে সহকারী আহ্বায়ক এবং সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলামকে সমন্বয়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়েছে।
এই সাব কমিটিতে মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতী ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী বশিরুল্লাহ, মুফতী মুনির হুসাইন কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী শিব্বির আহমাদ, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা ইউনুস ঢালীসহ প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন।


আরো সংবাদ



premium cement
কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’ দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে এনসিএলের ফাইনালে ঢাকা মেট্রো দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধ রক্ষার দাবি স্থানীয়দের ‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’ জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ : সিলেটে জামায়াত আমির নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তুরস্ক করবে : পররাষ্ট্রমন্ত্রী ফিদান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট গাজায় যুদ্ধুবিরতি চুক্তি সন্নিকটে : হামাস শহীদ আবু সাঈদকে কটূক্তি : ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী

সকল