২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

‘কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দিতে হবে’

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভা - নয়া দিগন্ত

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। দেশে সামনে নির্বাচন আসবে। সেই নির্বাচনে যেই দলই এদেশের নবীপ্রেমিক আপামর তৌহিদী জনতার ভোট নিজেদের পক্ষে পেতে চাইবে, তাদেরকে নিজেদের নির্বাচনী ইশতেহারে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দিতে হবে।’

তিনি বলেছেন, ‘যে দল আমাদেরকে এই ওয়াদা দেবে, আমরা নির্বাচনে তাদেরকে সমর্থন করব।’

সোমবার কেন্দ্রীয় কার্যালয় খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম মাদরাসায় এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই কথা দিবালোকের ন্যায় স্পষ্টভাবে প্রমাণিত যে এদেশের নির্বাচনে আলেম উলামা ও তৌহিদী জনতা যেই দলকে সমর্থন দেয় তারাই বিজয়ী হয়।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মীর ইদরিস, মুফতী শিব্বির আহমাদ কাসেমী, সহকারী মহাসচিব মুফতী কামাল উদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, সহকারী অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মোমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতী আল আমীন ফয়জী, সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী সুলতান আহমাদ জাফরী এবং মাওলানা হেদায়াতুল্লাহ প্রমুখ।

বৈঠকে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে আগামী ২৬ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় খিলগাঁও জাগরণী মাঠে খতমে নবুওয়ত মহা-সম্মেলন করার সিদ্ধান্ত হয়। এই মহা-সম্মেলন বাস্তবায়ন করার জন্য সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে আহ্বায়ক, মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে সহকারী আহ্বায়ক এবং সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলামকে সমন্বয়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়েছে।
এই সাব কমিটিতে মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতী ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী বশিরুল্লাহ, মুফতী মুনির হুসাইন কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী শিব্বির আহমাদ, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা ইউনুস ঢালীসহ প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন।


আরো সংবাদ



premium cement
পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম ও ইসলামী স্কলার অন্তর্ভুক্ত করুন আন্দোলনের সফলতার ক্রেডিট সবার : শিবির দেশে-বিদেশে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করতে চাই : ড. আসিফ নজরুল মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, যুবক নিহত এখনো পুরো সক্রিয় হতে পারেনি পুলিশ কুড়িগ্রামে বজ্রপাতে মৃত্যু ২ বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যা : স্ত্রীর যাবজ্জীবন, ভায়রার মৃত্যুদণ্ড ১ কোটি ১৬ লাখ টাকা ও বিপুল পরিমাণ বিদেশী মুদ্রাসহ আটক ৩ সাবেক প্রতিমন্ত্রী এনামুর এমপি বকুল ও বিসিআইসি সাবেক চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক মিয়ানমারের জান্তাবিরোধী শক্তিকে ভারতের নজিরবিহীন আমন্ত্রণ

সকল