ট্রাম্পের জয় ও বাংলাদেশ
- মো: মাঈন উদ্দীন
- ১৩ নভেম্বর ২০২৪, ২০:০১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইতিহাসে এ রকম বিজয় খুব বিরল। একবার পরাজিত হওয়ার পর একই ব্যক্তির দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার দৃষ্টান্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। ট্রাম্প শুধু দ্বিতীয়বার ক্ষমতায় ফেরেননি, সিনেট ও প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এবারের নির্বাচনে তার প্রতিদ্ব›দ্বী ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস। দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক ছিল উপভোগ্য। বিতর্কে তারা একে অন্যকে নাস্তানাবুদ করেছেন। কমলা হ্যারিস বিশ্বশান্তি, স্বাস্থ্যসেবা বাড়িয়ে ও করের বোঝা কমিয়ে আমেরিকার জনগণকে স্বস্তি দেয়ার পাশাপাশি ভূরাজনীতিতে মার্কিন শ্রেষ্ঠত্ব বজায় রাখার ওপর জোর দেন। অন্য দিকে ডোনাল্ড ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ, অবৈধ অভিবাসী বিতাড়ন ও ‘আমেরিকা প্রথম’ নীতির পক্ষে জোর প্রচার চালিয়েছেন। জনগণ শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছে। প্রচারের সময় নানা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর মধ্যে ছিল- অর্থনীতি, অভিবাসন ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসংক্রান্ত বিষয়। আরো ছিল অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দেয়া, জলবায়ু নীতিতে কাটছাঁট, ইউক্রেন যুদ্ধ বন্ধ, গর্ভপাতের অধিকার রদ, ৬ জানুয়ারির দাঙ্গাকারীদের ক্ষমা, বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের চাকরিচ্যুতি।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরদিনই ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি একটি সাধারণ লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করব। সেটি হলো, যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো প্রতিপালন করা। আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করব।’ একটি কথা ট্রাম্প বারবার বলেছেন। সেটি হলো, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবেন তিনি। এ ছাড়া মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
তবে অবৈধ অভিবাসীদের নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে কিছুটা বাঁকা চোখে দেখছেন বিশেষজ্ঞরা। বিবিসিকে তারা বলেন, যে পরিমাণ অভিবাসীকে ট্রাম্প ফিরিয়ে দেয়ার কথা বলছেন, তা বাস্তবায়ন করতে গেলে বিশাল আইনগত ও লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এ ছাড়া এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতিও কমিয়ে দিতে পারে।
ফিলিস্তিনের গাজা যুদ্ধের ক্ষেত্রে নিজেকে ইসরাইলের একজন কড়া সমর্থক হিসেবে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
নির্বাচনের পরপরই বুথফেরত জরিপে দেখা গিয়েছিল, ভোটারদের কাছে অন্যতম বড় একটি বিষয় হলো যুক্তরাষ্ট্রের অর্থনীতি। ট্রাম্প ইতোমধ্যেই মূল্যস্ফীতি থামানোর প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। জো বাইডেনের আমলে নিত্যপণ্যের দাম রেকর্ড উচ্চতায় উঠেছিল।
এ ছাড়া কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। বাণিজ্য ঘাটতি কমাতে বিদেশী পণ্যের ওপর নতুন অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করতে চান। আর চীন থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়াতে চান অতিরিক্ত ৬০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এতে পণ্যের দাম আরো বাড়তে পারে। ট্রাম্পের জয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকারের জন্য বাংলাদেশের সরকার ও শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সাধনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার অংশীদারত্ব ও সহযোগিতার অপেক্ষায়। আপনার মহান জাতির নেতৃত্বের এই গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করার সময় আপনার সাফল্যের জন্য আমার শুভেচ্ছা গ্রহণ করুন।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বরাবর শান্তি, গণতন্ত্র ও মানবাধিকারকে অগ্রাধিকার দিয়ে থাকে। বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তাদেরও উদ্দেশ্য রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘ দিনের। যুক্তরাষ্ট্র আমাদের বৃহত্তম তৈরী পোশাক আমদানিকারক দেশ, বাংলাদেশে বিনিয়োগকারী দেশের তালিকারও শীর্ষে। দেশটিতে বাংলাদেশী অভিবাসীর সংখ্যাও যথেষ্ট; তারা রেমিট্যান্সে উল্লেখযোগ্য অবদান রাখছেন।
আমাদের প্রতিবেশী ভারতের সাথে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব রয়েছে। চীনকে প্রতিহত করার কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের গুরুত্ব অনেক। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এ কৌশলে কোনো পরিবর্তন নাও আসতে পারে। ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্কের কথা শোনা যায়। তবে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক বা আবেগ তেমন স্থান পাবে বলে মনে হয় না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তবতা বা রিয়েল পলিটিকস। যুক্তরাষ্ট্র তাদের জাতীয় স্বার্থে যা যা করার দরকার, সেগুলো সামনে রেখেই এগোবে।
আমেরিকায় কথিত অনুপ্রবেশ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির কারণে অন্য সব উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের মতো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আশার কথা, যুক্তরাষ্ট্রে চাইলেই প্রেসিডেন্ট যা ইচ্ছা করতে পারেন না। তাকে কংগ্রেস ও আদালতের কাছে জবাবদিহি করতে হবে। ট্রাম্পের প্রথম শাসনামলে কয়েকটি মুসলিম দেশ থেকে অভিবাসী নেয়া বন্ধের ঘোষণা দিয়েও তিনি তা কার্যকর করতে পারেননি।
যেকোনো দেশের পররাষ্ট্রনীতি প্রণীত হয় সেই রাষ্ট্রের জাতীয় স্বার্থের নিরিখে। সেখানে অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি কিংবা ক্ষমতার পালাবদলে তেমন ভূমিকা রাখে না। যুক্তরাষ্ট্র নিশ্চয়ই বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাইবে তাদের ভূরাজনৈতিক স্বার্থেই। তারপরও যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রচারণা চালিয়ে যাচ্ছে।
নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে মন্তব্য করেছিলেন। এসব বার্তা ক্ষমতা গ্রহণের পর বদলে যেতে পারে। তবে আমাদের এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো বিভাজন থাকবে না। সব মানুষ সমতা ও ন্যায্য অধিকার ভোগ করবে। এতে কেউ অপপ্রচার চালিয়ে বা গুজব ছড়িয়ে সুবিধা করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর ছিল, যার কথা প্রধান উপদেষ্টাও উল্লেখ করেছেন। দ্বিতীয় মেয়াদে সেই সম্পর্ক আরো জোরদার হবে আশা করা যায়।
ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে স্থিতিশীল সম্পর্ক রয়েছে, সেটি স্থিতিশীল থাকবে। তবে যুক্তরাষ্ট্র তার ভবিষ্যৎ প্রভাববলয়ের ক্ষেত্রে একটি সম্প্রসারিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, যা অনেক ক্ষেত্রেই ভারতের জন্য অসুবিধার কারণ হতে পারে।
বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো চ্যালেঞ্জ নাও আসতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিবেচনায় বাংলাদেশ খুব বড় আকারে আসে না।
ট্রাম্পের জয়ে দেশীয় রাজনীতিতে আওয়ামী লীগ বেদম খুশি। তারা ভাবছে, ট্রাম্প আসায় শেখ হাসিনার চট করে চলে আসার অভিপ্রায় পূরণ হতেও পারে। সেই পুলকে বিজয়ী ট্রাম্পকে শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, স্বৈরাচারী আওয়ামী লীগ যতই লবিং করুক না কেন, বাংলাদেশে তাদের অবস্থান এত সহজে হবে না। তবে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যে যেভাবেই বলুক, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের আবার ক্ষমতায় ফেরা বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনা। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে অতীতে মার্কিন রাজনীতিকদের, বিশেষ করে ডেমোক্র্যাট নেতাদের সাথে ভালো সম্পর্ক বেশ আলোচিত বিষয়। ট্রাম্পের জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়টি নির্ভর করবে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ওপর।
সাধারণত আমেরিকায় প্রেসিডেন্ট বদল হলেও বৈদেশিক নীতিতে খুব বড় পরিবর্তন হয় না। এর পেছনে যুক্তরাষ্ট্রের সংস্থা বা কাঠামোগুলোর একটি শক্তিশালী ভূমিকা থাকে। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে কী হবে তা এ মুহূর্তে বলা কঠিন। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলা যায়, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সম্পর্ক অনেক পুরনো। পোশাক রফতানিকারকদের মতে, বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিদ্ব›দ্বী চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি দেশের পোশাক শিল্পের জন্য আগামী বছরগুলোতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রফতানির বৃহত্তম একক রফতানি গন্তব্য হওয়ায় এই নীতি পরিবর্তন চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
তৈরী পোশাক রফতানিকারকরা বলছেন, চীন থেকে আমদানি করা পণ্যের ওপর চড়া শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। তার এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পোশাক রফতানি বাড়তে পারে।
লেখক : অর্থনীতি বিশ্লেষক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা