১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষা ডেমোক্র্যাটদের লক্ষ্য : কমলা

-

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গণতন্ত্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষাই ডেমোক্র্যাটদের লক্ষ্য বলে জানিয়েছেন দলটির প্রার্থী কমলা হ্যারিস। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা। এ ছাড়া উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাওয়ার লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বাধা বলেও উল্লেখ করেন তিনি। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফোনিক্স অ্যাওয়ার্ডে নৈশভোজে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

সেখানেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গণতন্ত্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষাই ডেমোক্র্যাটদের লক্ষ্য বলে জানান কমলা। পাশাপাশি স্বাস্থ্য খাতে উন্নতি, নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া ট্রাম্পের সমালোচনা করে কমলা হ্যারিস বলেন, ‘আমরা যখন একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য লড়াই করছি , ডোনাল্ড ট্রাম্প তখন জাতিকে পিছিয়ে নিতে চান। তারা ধনীদের আয়কর দেয়া থেকে বিরত রাখতে চান। এমনকি সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য খাতের সমাপ্তি ঘটাতে চান।’

এ দিকে কমলার প্রচারে পঞ্চমুখ ডেমোক্র্যাট শিবিরের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম ওয়ালজ। একই দিন উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালান তিনি। বলেন, ‘উইসকনসিন অঙ্গরাজ্যে ভোটের লড়াইয়ে জয়ী হওয়াটা যুদ্ধ জয় করার মতো হবে।’ অন্য দিকে শনিবার লাস ভেগাসে নিরাপত্তাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে সীমান্তে অভিবাসননীতির কারণে ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মুদ্রাস্ফীতি নিয়েও কমলাকে কটাক্ষ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘নির্বাচনে প্রতারণা করতে তারা বেশ পরিপক্ব। তাই আমাদের সতর্ক হতে হবে।’

 


আরো সংবাদ



premium cement