১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়ার ঘোষণা ব্লিনকেনের

কুরস্কে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু, অগ্রগতির দাবি রাশিয়ার
-


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ওয়াশিংটন চায় মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভ জয়লাভ করুক। একই সাথে তিনি জানিয়েছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়া হবে। বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিনকেনএ কথা বলেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বর্তমানে কিয়েভ সফর করছেন। কিয়েভের প্রতি ওয়াশিংটন ও লন্ডনের সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যেই এই সফর। সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, ‘গত জুলাই মাসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে জুলাই শীর্ষ সম্মেলনে ঘোষণা করেছিলাম যে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার পথ কেউ বদলাতে পারবে না।’ এ সময় তিনি স্বাগতিক দেশের নেতাদের স্মরণ করিয়ে দেন যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ইউক্রেনের সদস্যপদ সমর্থন করার জন্য নিবেদিত কমান্ড প্রতিষ্ঠা করেছে।

ব্লিনকেন এর আগেও একাধিকবার ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়ার পক্ষে ওকালতি করেছেন। তবে বিষয়টি অতটাও সহজ হবে না। কারণ, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এরই মধ্যে বলেছে যে, তারা কোনো অবস্থাতেই এ বিষয়ে জোটের অন্য সদস্যদের সাথে একমত হবে না। কারণ ইউক্রেনকে ন্যাটোতে আনার অর্থ হবে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ। এ সময় কিয়েভের সামরিক শিল্প আগামী দিনে আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্লিনকেন। তিনি জানান, এরই মধ্যে ইউক্রেনের সমরাস্ত্রশিল্প গত বছরের তুলনায় ছয় গুণ বড় হয়েছে।
তিনি বলেন, ‘আগামী বছরগুলোতে ইউক্রেন বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা শিল্পের একটি হতে যাচ্ছে এবং এই শিল্প ইউক্রেনকে বিশ্ববাজারে নিয়ে যেতে সক্ষম হবে। বিশ্ববাজারে রাশিয়ার মতো অন্যান্য দেশের অংশগ্রহণ কমিয়ে দেবে এবং ন্যাটো মিত্রদের সরবরাহ করতে সক্ষম হবে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মূল কথা হলো, আমরা চাই ইউক্রেন জিতুক। এ লক্ষ্যে দেশটির সাহসী রক্ষক ও নাগরিকদের যা যা করা প্রয়োজন সেগুলো নিশ্চিত করতে যে ধরনের সমর্থন প্রয়োজন তা ত্বরান্বিত করতে আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’

কুরস্কে পাল্টা আক্রমণ শুরু
মাসখানেক আগে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ শুরু করেছিল ইউক্রেন। এবার সেই অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে রাশিয়া। একই সাথে সেই আক্রমণে অগ্রগতির দাবিও করেছেন এক সিনিয়র রুশ কমান্ডার। ইউক্রেনের নিয়ন্ত্রণ থেকে কিছু অঞ্চল পুনরুদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা। রুশ সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আপতি আলাদউদিনভ তাসকে বলেন, এই অভিযান সফলভাবে ইউক্রেনের সেনাদের পশ্চিমাঞ্চলে দখল করা প্রায় ১০টি লোকালয় থেকে সরিয়ে দিয়েছে।
আলাউদিনভ রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডার, যিনি বর্তমানে কুরস্কে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছেন। অভিজ্ঞ এই সমরনেতা বলেন, ‘পরিস্থিতি আমাদের জন্য ভালো।’ আলাউদিনভের মতো একই ধরনের খবর দিয়েছেন রুশপন্থী বেশ কয়েকজন ব্লগার। এর আগে আগস্টের শুরুর দিকে রাশিয়ার কুরস্কে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। পরে মাসের শেষ দিকে এসে দেশটি দাবি করে, রাশিয়ার প্রায় এক হাজার ৩০০ বর্গকিলোমিটার, অর্থাৎ প্রায় ৫০০ বর্গমাইল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। ইউক্রেনীয় সেনাপ্রধান ওলেকজান্দর সিরস্কি এ দাবি করেন।
ইউক্রেনের সেনাপ্রধান দাবি করেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় এক হাজার ৩০০ বর্গকিলোমিটার এলাকা কিয়েভের নিয়ন্ত্রণে এসেছে। এ ছাড়া এই অঞ্চলের অন্তত ১০০ রুশ স্থাপনার দখলও নিয়েছেন তারা। তিনি জানিয়েছেন, কুরস্কে বিগত কয়েক দিনের অভিযানে তারা রাশিয়ার ৫৯৪ জন সেনাকে আটক করেছেন।

ক্ষেপণাস্ত্র প্রয়োগে ইউক্রেনের ছাড়পত্র নিয়ে পর্যালোচনা আজ
এ দিকে ডয়েচে ভেলে জানায়, মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীদের কিয়েভ সফরের সময় ইউক্রেনের নেতৃত্ব রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে বাধা তুলে নেয়ার ডাক দিয়েছে। আজ শুক্রবার দুই দেশের শীর্ষ নেতারা বিষয়টি বিবেচনা করবেন।
রাশিয়ার ভূখণ্ডে কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে এখনো সেখানকার জমি দখল করে রয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। রুশ সেনাবাহিনী সেই অঞ্চল উদ্ধার করতে না পারলেও ইউক্রেনের ভূখণ্ডের আরো অংশ বেদখলের উদ্যোগ চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়াকে মোকাবেলা করতে পশ্চিমা বিশ্বের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র চাইছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির যৌথ কিয়েভ সফরের সময় জেলেনস্কি এমন দাবি জানিয়েছেন। তিনি রাশিয়ার ভূখণ্ডের গভীরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চান। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহালও ল্যামিকে এমন ছাড়পত্রের অনুরোধ করেছেন।
নতুন পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা সেই ছাড়পত্র চেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুক্রবার ওয়াশিংটনে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছেন। বাইডেন অবশ্য এতকাল রাশিয়ার সাথে সরাসরি সঙ্ঘাতের আশঙ্কা এড়াতে সতর্ক অবস্থান নিয়ে এসেছেন। ল্যামি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও তিনি ইউক্রেনের মানুষ ও নেতৃত্বের বক্তব্য শুনতে এবং কৌশল বুঝতে কিয়েভে এসেছেন। তিনি ইউক্রেনের জন্য ব্রিটেনের ৬০ কোটি পাউন্ডেরও বেশি সহায়তার ঘোষণা করেন। সেই সাথে ব্রিটেন চলতি বছরই কয়েক শ’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।

উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র প্রয়োগের প্রশ্নে ব্রিটেন শুরু থেকেই বেশ সাহসী পদক্ষেপ নিয়ে এসেছে। এ দিকে চলতি বছরের শীতকালে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের কী অবস্থা থাকবে এবং রাশিয়া সে দেশের অবকাঠামোর ওপর আবার কতটা হামলা চালাবে, সে বিষয়ে একটা আগাম ধারণা পাওয়ার চেষ্টা চলছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর সে দেশ ইউক্রেনের জন্য সহায়তা চালিয়ে যেতে পারবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্য দিকে রাশিয়া সম্প্রতি ইরানের কাছ থেকে কমপাল্লার ক্ষেপণাস্ত্র হাতে পাওয়ার ফলেও কিয়েভে দুশ্চিন্তা বাড়ছে। ব্লিনকেন ইউক্রেনের জন্য ৭১ কোটি ৭০ লাখ ডলার অঙ্কের নতুন অর্থনৈতিক সহায়তার ঘোষণা করেছেন। তার মধ্যে অর্ধেক ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর জন্য ব্যয় করা হবে।
ব্লিনকেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘উইন্টার প্লেবুক’ অনুযায়ী শীতকালে ইউক্রেনের মানুষের বিরুদ্ধে শীতকে হাতিয়ার হিসেবে অপব্যবহারের অভিযোগ করেন। ইউক্রেনের সহায়তাকারী জোটের দৃঢ প্রত্যয়ের আশ্বাস দিয়ে তিনি বলেন, ইউক্রেনের জন্য সহায়তা ও ঐক্যে কোনো চিড় ধরবে না। ইউক্রেনের প্রতি নিজের ব্যক্তিগত সমর্থনের ইঙ্গিত দিয়ে ব্লিনকেন বলেন, যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র পরিস্থিতি অনুযায়ী সহায়তা স্থির করেছে। ভবিষ্যতেও এমনটা করা হবে বলে তিনি বিশ্বাস করেন।

 

 


আরো সংবাদ



premium cement
স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত জালালের লাশ উত্তোলন সাবেক এমপিদেরসহ শতাধিক গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম পুলিশ ক্যাডারে নিয়োগে শারীরিক যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুপারিশ বাড়ল স্বর্ণের দাম ঢাকার ১৯ খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ কমিশনের বেনাপোলে আ’লীগের হামলায় নিহত বিএনপি নেতার লাশ আড়াই বছর পর উত্তোলন

সকল