১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৭০

মিয়ানমার জান্তার বিমান হামলার ফলে হেসেং তাউং গ্রামে বেসামরিক নাগরিকদের ঘরবাড়িতে আগুন ধরে যায় : ইন্টারনেট -

জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের রাখাইন রাজ্যে ৭০ জন নিহত হয়েছে। গত রোববার ও সোমবার পাকতাও ও মংডু শহরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পরিচালিত বন্দিশিবিরে এই হামলা চালানো হয়। বাংলাদেশ সীমান্তের পার্শ্ববর্তী শহর মংডুতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদর দফতরে গত সোমবার সকালে হামলা চালিয়েছে জান্তা বাহিনীর দু’টি যুদ্ধবিমান। বিজিপির এই স্থাপনাটি গত জুলাইয়ে দখলে নিয়েছিল আরাকান আর্মি।

আরাকান আর্মির স্থাপনাটি বন্দিশিবির হিসেবে ব্যবহার করা হত। মংডুতে আরাকান আর্মির হাতে আটক জান্তা বাহিনী, সামরিক তথ্যদাতা, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের এই বন্দিশিবিরে রাখা হতো। রাখাইন রাজ্যে জান্তার বাহিনী, আরসা ও আরএসও সম্মিলিতভাবে লড়াই করছে। বিমান হামলায় অর্ধশতাধিক বন্দী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে আরাকান আর্মি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া গত রোববার রাতে জান্তা বাহিনী মংডু শহরে জাতিসঙ্ঘের একটি ভবন এবং পাকতাও শহরে আরাকান আর্মির একটি বন্দিশিবিরে বিমান হামলা চালায়। এ ছাড়া আরাকান আর্মির হাতে আটকদের যে ক্লিনিকে চিকিৎসা দেয়া হতো, সেখানেও হামলা হয়েছে। এই হামলায় ১৭ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। সরকারি ওয়েবসাইট থেকে জানা গেছে, ঘূর্ণিঝড়ের কারণে ব্যাটন রুজ শহরের আশপাশের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো আজ শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।

 


আরো সংবাদ



premium cement
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি-প্রতিরোধ মহড়া ১৯ জানুয়ারি পাটগ্রামে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল দিল বিএসএফ ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি আরো ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব কারাজীবনের অবসান, কাল মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত জালালের লাশ উত্তোলন

সকল