১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

প্রথম বিদেশ সফরে ইরাকে পেজেশকিয়ান

বাগদাদে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে স্বাগত জানান : ইন্টারনেট -


ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে ইরাক গেলেন মাসুদ পেজেশকিয়ান। বুধবার বাগদাদ পৌঁছেছেন তিনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মুহূর্তে এই সফরের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের কৌশলগত মিত্র ইরাকের সাথে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেন পেজেশকিয়ান। জুলাই মাসে নির্বাচিত হওয়ার পর, প্রথম সফরে পেজেশকিয়ানকে বাগদাদ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। পরে এই দুই নেতা বৈঠক করবেন।

এক বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস জানিয়েছে, এই সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং গাজা যুদ্ধ ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তেল উৎপাদক দেশগুলোর মধ্যে অন্যতম ইরাক। এখানে ইরান-সমর্থিত দল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব রয়েছে। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মাধ্যমে সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর থেকে দেশটিতে প্রভাব ক্রমেই বাড়িয়েছে ইরান।

ইরাকে বর্তমানে দুই হাজার ৫০০ মার্কিন সেনা রয়েছে। এ ছাড়া ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও বাগদাদের নিরাপত্তাবাহিনীর সাথে সম্পর্কিত। এ দিকে গত বছরের অক্টোবর মাসে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইরাকে পাল্টা আক্রমণের ঘটনাও বাড়ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশ বাণিজ্য, কৃষি এবং যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতাস্মারক স্বাক্ষর করবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, প্রায় ১৫টি সমঝোতাস্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। সফরে ২০২০ সালে মার্কিন হামলায় নিহত ইরানের মেজর জেনারেল কাসেম সোলাইমানির স্মৃতিসৌধ পরিদর্শন করবেন পেজেশকিয়ান। এ ছাড়া ইরাকি কুর্দিস্তানও সফর করার পরিকল্পনা রয়েছে তার।

 


আরো সংবাদ



premium cement
জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ফ্যাসিবাদ ঠেকানোর দায়িত্ব সবাইকে নিতে হবে : দুদু

সকল