১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রাশিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

-

রাশিয়াকে ইরান ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করলে ইউক্রেন সঙ্কট আরো মারাত্মক আকার ধারণ করবে। দুই দেশের সামরিক অংশীদারিত্ব দৃঢ় হচ্ছে, এমন প্রতিবেদনের ভিত্তিতে গত শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট বলেছেন, ‘ইউক্রেনে সর্বাত্মক অভিযান শুরুর পর থেকেই আমরা রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ সামরিক অংশীদারিত্ব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে আসছি। রাশিয়াকে ইরান অস্ত্র দেয়ার মানে হচ্ছে, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনকে সমর্থন প্রদান করা। এতে পরিস্থিতি আরো জটিল হতে পারে।’
আগস্টের এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে কয়েক শ’ ফাথ-৩৬০ স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল পেতে পারে রাশিয়া। প্রতিবেদনে আরো বলা হয়, রুশ বাহিনীর অনেক সদস্য ইরানে স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে দেশটির সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, রাশিয়াতে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে ইরান।

এদিকে, সম্ভাব্য অস্ত্র সরবরাহ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন অন্য এক মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কিছুদিন আগেই সতর্ক করেছিল, ইরান এ ধরনের কোনো পদক্ষেপ নিলে তার ফলাফল হবে মারাত্মক। এরপরই সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে অস্বস্তি দেখা দিল। সাম্প্রতিক মাসে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ইউক্রেন ইস্যুতে তেহরানের নৈতিক অবস্থান অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘে ইরানের স্থায়ী প্রতিনিধি। নিউইয়র্কে শুক্রবার এক বক্তব্যে বলেছেন, ‘যুদ্ধরত কোনো পক্ষকে অস্ত্র সহায়তা দেয়া ইরান সমর্থন করে না। এমন কোনো পদক্ষেপ গ্রহণ, যা মানবিক বিপর্যয় ও অবকাঠামোগত ক্ষতির ব্যাপকতা বৃদ্ধি করে এবং সম্ভাব্য সমঝোতার পথ দুর্গম করে-তেহরান তেমন নিষ্ঠুরতার সাথে নিজেকে যুক্ত করবে না। অন্যদেরও আহ্বান জানাব, যেন তারা যুদ্ধরত কোনো পক্ষকেই সামরিক সহায়তা প্রদানে বিরত থাকে।’


আরো সংবাদ



premium cement
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান

সকল