১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

আলজিয়ার্সের একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন একজন নারী ভোটার : ইন্টারনেট -

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছে আলজেরিয়ানরা। বর্তমান প্রেসিডেন্ট আবদুল মাজিদ তেবোউন দ্বিতীয় মেয়াদে সহজেই জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। উত্তর আফ্রিকার দেশটিতে গতকাল শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। দেশটিতে দুই কোটি ৪০ লাখেরও বেশি নিবন্ধিত ভোটার রয়েছে। বিদেশে ৮০ হাজারেও বেশি আলজেরিয়ান, যাদের মধ্যে অনেকেই ফ্রান্সের বাসিন্দা, তারা গত ২ সেপ্টেম্বর থেকে ভোট দেয়া শুরু করেন।
তেবোউন (৭৮) সরকারের বিরুদ্ধে ভিন্নমতকে দমন করার জন্য নতুন আইন ব্যবহার করার অভিযোগ রয়েছে। তিনি এই নতুন আইন নির্বাচনী প্রতিপক্ষ আবদুল আলি হাসানি শেরিফ (৫৭) এবং ইউসুফ আউচিচেকে (৪১) পরাজিত করার জন্য ব্যবহার করছেন।

প্রার্থিতার দৌড়ে ১৫ জনের মধ্যে কেবল হাসানী শরিফ এবং আউচিচে যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট সমর্থন সংগ্রহ করতে সক্ষম হন। গত ডিসেম্বরে এই নির্বাচন হওয়ার কথা থাকলে তা পিছিয়ে সেপ্টেম্বরে নিয়ে আসা হয়। রাজনৈতিক ভাষ্যকার মোহাম্মদ হেনাদ এক্সের একটি পোস্টে লিখেছেন, প্রচারণার সীমাবদ্ধ শর্তের কারণে নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত। এটি একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়।
তেবোউনের প্রধান চ্যালেঞ্জ হল কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো। ২০১৯ সালে তার প্রথম মেয়াদে জয়ী হওয়ার সময় ভোটার অংশগ্রহণ ছিল ৪০ শতাংশের কম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোটদান আরো কমে ছিল প্রায় ৩০ শতাংশ। জেনেভা-ভিত্তিক সিইআরএমএএম স্টাডি সেন্টারের বিশ্লেষক হাসনি আবিদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্ট চাচ্ছেন উল্লেখযোগ্য ভোটার এর অংশগ্রহণ। এটাই তার নির্বাচনের প্রধান বিষয়। ২০১৯ ও ২০২১ সালে কম ভোটদানের কারণে বিক্ষোভ হয়েছিল’।

 


আরো সংবাদ



premium cement
৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন, সুপারিশ কমিশনের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সকল