কমলাকে ভোট দেবেন ডিক চেনি
- বিবিসি
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং রিপাবলিকান নেতা ডিক চেনি। নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানদের জন্য হুমকি উল্লেখ করে শুক্রবার এ ঘোষণা দেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিক চেনি। সে সময় প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত ডেক চিনি বলেন, ‘রিপাবলিকান পার্টির জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো এত বড় হুমকি আর কেউ নয়।’
এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে তার মেয়ে, সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা লিজ চেনি বলেছিলেন, তার বাবা ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীকে সমর্থন দেয়ার পরিকল্পনা করছেন। ডিক চেনি বলেন, ‘ট্রাম্প মিথ্যা ও সহিংসতার মাধ্যমে গত নির্বাচনের ফলাফল চুরি করতে চেয়েছিলেন। তাকে আর কখনো ক্ষমতার কাছেও যাওয়ার সুযোগ দেয়া উচিত নয়।’ তিনি আরো বলেন, ‘নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দলমতের ঊর্ধ্বে উঠে সংবিধান রক্ষার দায়িত্ব রয়েছে। সে কারণেই আমি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভোট দেবো।’
কমলা হ্যারিসের প্রচার শিবিরের পক্ষ থেকে চেনির বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। প্রচার শিবিরের চেয়ারপারসন জেন ও’ মালি ডিলন বলেন, ‘চেনির সমর্থন পেয়ে গর্বিত কমলা। দেশকে দলের ঊর্ধ্বে স্থান দেয়ার মতো সাহস দেখানোয় চেনিকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন কমলা।’ এ দিকে কমলাকে সমর্থন দেয়ার পর ডিক চেনিকে ‘অপ্রাসঙ্গিক রিনো’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তিনি নামমাত্র রিপাবলিকান।’ ইরাক যুদ্ধে ডিক চেনির ভূমিকা নিয়ে ট্রাম্প আরো বলেছেন, ‘তিনি অন্তহীন, অর্থহীন যুদ্ধের রাজা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা