ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
- রয়টার্স
- ১২ জুলাই ২০২৪, ০০:০৫
ফিলিপাইনের মিন্দানাওতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। সেখানে ভূমিকম্প-পরবর্তী আফটার শকের সতর্কতা জারি করেছে ফিলিপিনো কর্তৃপক্ষ। জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটি গভীরতা ছিল ৬৩০ কিলোমিটার (৩৯১ দশমিক ৪৬ মাইল)।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি একটি সতর্কবার্তায় বলেছে, এই ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে ভূমিকম্প-পরবর্তী আফটারশক হতে পারে। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ এর ওপর ফিলিপাইন অবস্থিত। সেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প সাধারণ ঘটনা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা