পশ্চিমতীরে ইহুদি বসতি সম্প্রসারণের নিন্দা ইসরাইলি জেনারেলের
- আলজাজিরা
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের নিন্দা করেছেন ইসরাইলের সামরিক বাহিনীর একজন জেনারেল। একই সাথে এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের সহিংসতার সমালোচনাও করেছেন তিনি। এমনকি ফিলিস্তিনি বাসিন্দারা কোনো ধরনের হুমকি সৃষ্টি করে না বলেও মন্তব্য করেছেন বিদায়ী ওই ইসরাইলি জেনারেল। একজন ইসরাইলি জেনারেল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিষয়ে সরকারের সিদ্ধান্তের নিন্দা করেছেন এবং এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার সমালোচনা করেছেন বলে ইসরাইলি মিডিয়া জানিয়েছে।
ইসরাইলি ওই জেনারেলের নাম মেজর জেনারেল ইয়েহুদা ফক্স। তিনি ইসরাইলের কেন্দ্রীয় কমান্ডের বিদায়ী প্রধান। গত সোমবার বিদায় অনুষ্ঠানে তিনি বলেন, ইসরাইলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার মাধ্যমে ‘জাতীয়তাবাদী অপরাধে’ লিপ্ত হয়েছে। তিনি আরো বলেন, ইসরাইলি বসতি স্থাপনকারীদের এই কর্মকাণ্ড পশ্চিম তীরে ‘ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে বিশৃঙ্খলা ও ভয়ের বীজ বপন করেছে, যারা (ইসরাইলিদের জন্য) কোনো হুমকি সৃষ্টি করেনি।’
জেনারেল ইয়েহুদা ফক্স বলেন, ‘এটা আমার চোখে ইহুদি ধর্ম নয়। অন্তত যার সাথে আমি আমার বাবা এবং মায়ের বাড়িতে বড় হয়েছি তার নয়। এটা তাওরাতের পথ নয়। এটির মাধ্যমে শত্রুর পথ অবলম্বন করা হচ্ছে।’ গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে অভিযান ব্যাপকভাবে বাড়িয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গত অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী এবং ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের হাতে কমপক্ষে ৫৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো ৯ হাজার ৫১০ জনকে আটক করা হয়েছে। আলজাজিরা বলছে, ফক্সের এই মন্তব্য এমন একসময়ে সামনে এলো যখন কয়েক দিন আগেই ইসরাইলের সরকার অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতিগুলোতে আরো ৫ হাজারেরও বেশি নতুন আবাসন ইউনিট অনুমোদন করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা