১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোদি-পুতিন বৈঠকে হতাশ জেলেনস্কি

মস্কোর কাছে নভো-ওগারিওভো রাজ্যের একটি রিসোর্টে বৈঠক করছেন ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি : ইন্টারনেট -

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিনের বৈঠককে ‘অনেক বড় হতাশা এবং শান্তি প্রক্রিয়ায় বিপর্যয়কর ধাক্কা’ বলে সমালোচনা করেছেন।
মোদি ও পুতিনের এই বৈঠকের দিনই সোমবার রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানোসহ একটি শিশু হাসপাতালে হামলা করেছে। হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদি এই দিনেই মস্কোর বাইরে নভো-ওগারিওভোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ করেন। আর সেখান থেকে মাত্র ৬০০ মাইল দূরেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন নগরীতে আঘাত হানে।
পুতিনের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোয় যান ভারতের প্রধানমন্ত্রী মোদি। প্রায় পাঁচ বছর পর তিনি এ সফর করলেন। তাছাড়া, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ শুরুর পর এই প্রথম সেদেশে পা রেখেছেন মোদি। ইউক্রেন যুদ্ধের মুখে রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে রাখতে পশ্চিমা বিশ্বের চেষ্টার মধ্যেও ভারতের প্রধানমন্ত্রীর এই সফর এমন ইঙ্গিতই দিয়েছে যে, তিনি মস্কোর সাথে নিজের কূটনৈতিক পথে অটল রয়েছেন।
সোমবার পুতিন-মোদি সাক্ষাতের ছবি ও ভিডিও সামনে এলে দেখা যায়, তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরছেন, চা পান করছেন, বিদ্যুতায়িত যানে চড়ছেন এবং ঘোড়দৌড় দেখছেন। দুই নেতার এই সখ্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্সে এক পোস্টে লিখেছেন, ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নেতাকে মস্কোয় বিশ্বের সবচেয়ে রক্তপিপাসু অপরাধীকে আলিঙ্গন করতে দেখা অন্তত হতাশাজনক এবং শান্তি প্রক্রিয়ায় বিপর্যয়কর ধাক্কা।’ রাশিয়ার হামলার কথা উল্লেখ করে জেলেনস্কি একথা বলেন।
তবে মোদি মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠককালে সরাসরি এই হামলার বিষয়ে কিছু বলেননি। যদিও তিনি বলেছেন, যুদ্ধের মধ্য দিয়ে সঙ্কটের কোনো সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তবে শান্তি ও সংলাপের মধ্য দিয়ে তা হতে পারে। মোদি এও বলেন, বিশ্ব তার এই রাশিয়া সফর নজরে রেখেছে এবং নানাভাবে এর ব্যাখ্যা করছে। তিনি বলেন, ‘ভারত শান্তি অর্জনের জন্য রাশিয়াকে সম্ভাব্য সর্বভাবে সমর্থন করে যেতে প্রস্তুত। আমি আপনাকে এবং বিশ্বকে আশ্বস্ত করছি যে, গতকাল আমার বন্ধু পুতিনের সাথে কথা বলার পর আমি আশাবাদী।’
এ দিকে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের সহায়তাকারী ভারতীয়দের তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে রাজি হয়েছে রাশিয়া। সেই সাথে নতুন করে আর কোনো ভারতীয়কে এ কাজে নিয়োগ করবে না দেশটি। রাশিয়া সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দ্বিপক্ষীয় আলোচনার পর এ ঘোষণা এলো রাশিয়ার পক্ষ থেকে।
রাশিয়ার সেনাবাহিনীর ইউক্রেনে হামলার সময় বাহিনীর সদস্যদের সহায়তায় দায়িত্ব পালনকারী দুই ভারতীয় নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে রাশিয়াকে ভারতীয়দের অব্যাহতি দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানায় ভারত। সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় মোদি পুতিনকে এ আহ্বান জানালে তিনি তাতে সম্মতি প্রকাশ করেন।
জুন মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাসদস্যদের সহায়তাকারী হিসেবে কর্মরত দুই ভারতীয় নিহত হন। এ নিয়ে মোট চার ভারতীয় নিহত হয়েছেন। এ ঘটনায় ভারত তার উদ্বেগের কথা রাশিয়াকে জানিয়েছে। চলতি বছরের মার্চ মাসে ৩০ বছর বয়স্ক হায়দরাবাদের এক নাগরিক মোহাম্মদ আসফান নামে একজন ভারতীয় রাশিয়ার সেনাদের সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালনের সময় আহত হন। এর আগে ফেব্রুয়ারিতে ২৩ বছর বয়সি সুরাতের এক অধিবাসী হিমাল অশ্বিনভাই নামে এক নাগরিক ডেনস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় নিহত হন।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল