বেরিলের তাণ্ডবে লণ্ডভণ্ড টেক্সাস
- বিবিসি
- ১০ জুলাই ২০২৪, ০০:০৫
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তাণ্ডব চালিয়েছে হারিকেন বেরিল। এতে হিউস্টন শহরে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন; বাতিল করা হয়েছে এক হাজার তিন শতাধিক ফ্লাইট। ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ-পূর্ব টেক্সাসে আঘাত হেনেছে। প্রচণ্ড বৃষ্টি ও প্রবল বাতাসের ঝোড়ো হাওয়া নিয়ে আঘাত হানা এই ঝড়ে ২৭ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ে প্রাণ হারিয়েছন কমপক্ষে দু’জন। হিউস্টন বিমানবন্দরে বাতিল করা হয়েছে এক হাজার তিন শতাধিক ফ্লাইট। এর প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকার জনজীবন।
জানা যায়, স্থানীয় সময় সোমবার ভোরে ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের সাথে টেক্সাসের উপকূলীয় শহর মাটাগোর্ডার কাছে আছড়ে পড়ে হারিকেনটি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, ক্যাটাগরি ওয়ান শক্তিমাত্রায় পরিণত হারিকেন বেরিলের প্রভাবে শহরে বন্যা হতে পারে। এটি স্থানীয় সময় সোমবার দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়ার কথা। মঙ্গলবার এটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে।