১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাইডেনের পাশে ডেমোক্র্যাট নেতারা, বাড়ছে বিভেদ

-

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ডেমোক্র্যাট নেতারা প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে দাঁড়াচ্ছেন। যদিও পার্টির অনেক আইনপ্রণেতা একান্তে ও প্রকাশ্যে তার পুনর্নির্বাচনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। গত মাসে আটলান্টায় বিতর্কে তার বিপর্যস্ত পারফরম্যান্সের পর এই অসন্তোষ বেড়েছে। প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চার্লস শুমার সোমবার বাইডেনের প্রতি তাদের সমর্থনের কথা আবারো নিশ্চিত করেছেন। যদিও বিতর্কের পর শুরু হওয়া নেতিবাচক প্রতিক্রিয়া এখনো থামেনি।
জেফরিস বলেন, বিতর্কের পরের দিনই আমি প্রকাশ্যে বলেছিলাম যে আমি প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্র্যাটিক প্রার্থীকে সমর্থন করি। আমার অবস্থান অপরিবর্তিত। তবে, ডেমোক্র্যাটদের মধ্যে বাইডেনের পুনর্নির্বাচন নিয়ে বিরোধিতা ক্রমেই বাড়ছে। আর্মড সার্ভিস কমিটির রথ্যাংকিং সদস্য প্রতিনিধি অ্যাডাম স্মিথ সোমবার ষষ্ঠ হাউজ ডেমোক্র্যাট হিসেবে প্রকাশ্যে বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাইডেনের অতীতে ভালো রেকর্ড থাকলেও তিনি এখন আর ভোটারদের উজ্জীবিত করতে পারছেন না।
স্মিথ সিএনএন-এর ‘দ্য লিড’ অনুষ্ঠানে বলেছেন. আমি মনে করি তার সরে দাঁড়ানো উচিত। এটি স্পষ্ট হয়ে গেছে যে তিনি ডেমোক্র্যাটিক বার্তা বহনের জন্য সেরা ব্যক্তি নন। এদিকে, সোমবার বাইডেন আরো কয়েকজন বিশিষ্ট আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন। যারা ৪ জুলাইয়ের দীর্ঘ ছুটির পর ওয়াশিংটনে ফিরে এসে তার পক্ষে দাঁড়িয়েছেন।
প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ (ডি-ওয়াই) বলেন, বাইডেন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই লড়াইয়ে আছেন এবং তিনি সরে যাচ্ছেন না। আমি নিশ্চিত করছি, আমি তাকে সমর্থন করছি এবং আমরা নভেম্বর মাসে জিততে পারি তা নিশ্চিত করতে চাই। মঙ্গলবার সকাল ৯০ মিনিটের এক সভায় এই অভ্যন্তরীণ বিভেদ প্রকট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। ওই বৈঠকে ডেমোক্র্যাটিক নেতারা বিতর্কের পর প্রথমবারের মতো হাউজ ডেমোক্র্যাটিক ককাসের সদস্যদের সাথে মিলিত হবেন।
বিতর্কে বাইডেন মাঝে মাঝে অসংলগ্ন ছিলেন। কথা বলতে গিয়ে হোঁচট খেয়েছিলেন এবং বিষয়বস্তু পরিবর্তন করেছিলেন। এই পারফরম্যান্স ডেমোক্র্যাটদের বিস্মিত করেছে।


আরো সংবাদ



premium cement

সকল