১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ইসরাইলি আগ্রাসনে ইউরোপে ইহুদি বিদ্বেষ বাড়ছে

-

গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউরোপজুড়ে উত্তেজনা বাড়ছে এবং মহাদেশটির প্রধান শহরগুলিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেগুলোর বেশির ভাগই ফিলিস্তিনপন্থী। এর মধ্যে ফ্রান্সে জাতীয় নির্বাচনের প্রথম দফায় মেরিন লে পেনের নেতৃত্বে উগ ডানপন্থী ন্যাশনাল র‌্যালি পার্টি মধ্যপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে জয় লাভ করেছে। মেরিলের দলের বিরুদ্ধে বর্ণবাদ, ইহুদি বিদ্বেষ এবং সাম্প্রদায়িক বিদ্বেষের অভিযোগ রয়েছে।
গত বছর বিশ্বের প্রায় ৪০ শতাংশ ইহুদি বিদ্বেষী ঘটনা ইউরোপে সংঘটিত হয়েছে এবং ৭ অক্টোবর হামাসের হামলা পরবর্তী ইসরাইলের গাজা আগ্রাসনের পর থেকে এটি বাড়তে শুরু করেছে। গাজার বিভীষিকাময় চিত্রগুলো মানুষের ক্ষোভকে উসকে দিচ্ছে এবং ইহুদি বিদ্বেষ সৃষ্টি করছে। ফ্রান্সের ইহুদি সম্প্রদায়, যাদের মূলত ইউরোপের সবচেয়ে বড় ইহুদি জনসংখ্যা বলে মনে করা হয়- বলেছে যে, ইদানীং কেবল ডান পন্থীদের মধ্যেই নয়, বামপন্থীদের মধ্যেও ইহুদি বিদ্বেষ বেড়েছে।
জার্মানিতে ইহুদি বিদ্বেষ আগের থেকে প্রায় দ্বিগুণ আকার ধারণ করেছে। ব্রিটেনে এই হার এখন দ্বিগুণেরও বেশি। এবং ফ্রান্সে এটি প্রায় চারগুণ হয়েছে। গত অক্টোবর থেকে ফরাসি ইহুদিদের ইসরাইলে স্থানান্তরের অনুরোধ ৪৩০ শতাংশ বেড়েছে।


আরো সংবাদ



premium cement