তামিলনাড়ুর সমাজ পার্টির প্রধানকে কুপিয়ে হত্যা
- এনডিটিভি
- ০৭ জুলাই ২০২৪, ০০:০৫
ভারতের তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান কে আর্মস্ট্রংকে চেন্নাইয়ে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে দলের কয়েকজন কর্মীর সাথে কথা বলছিলেন আর্মস্ট্রং। সেই সময়ে বাইকে করে এসে দুষ্কৃতিকারীরা তার ওপর আচমকা হামলা চালায়। মুহূর্তের মধ্যে আর্মস্ট্রংয়ের বুকে কয়েকবার কোপ মেরেই পালিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে ছয়জন দুষ্কৃতিকারী এসেছিল। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। আর্মস্ট্রংকে কুপিয়ে তারা পালিয়ে যায়। দলের কর্মী এবং আর্মস্ট্রংয়ের পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চেন্নাইয়ের রাস্তায় বিএসপির বিক্ষোভ শুরু হয়েছে। দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে পথে নেমেছেন দলের কর্মী ও সমর্থকেরা।
তবে কী কারণে এই আক্রমণ, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পূর্বের কোনো হত্যাকাণ্ডের সাথে এই হত্যার যোগসূত্র থাকতে পারে।