১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুদ্ধক্ষেত্র নয়, সংযোগের কেন্দ্রবিন্দু হতে চায় আফগানিস্তান

-

আফগানিস্তানকে বিশ্বশক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। বরং আফগানিস্তানকে বিভিন্ন দেশের সংযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করাই তাদের লক্ষ্য। তৃতীয় দোহা বৈঠকের পর গত বুধবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুজাহিদ বলেন, ‘বর্তমান বিশ্বে আফগানিস্তান কোনো বিচ্ছিন্ন দেশ নয়। বরং অধিকাংশ দেশের সাথেই আমাদের সুসম্পর্ক রয়েছে। তাই আফগানিস্তানকে ভবিষ্যতে কখনোই বৈশ্বিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হতে দেয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘আমরা আফগানিস্তানকে সহযোগিতা আকর্ষণের কেন্দ্রবিন্দু বানাতে চাই। দেশগুলোর মধ্যে সংযোগের বিন্দু হিসেবে আফগানিস্তানকে উপস্থাপন করতে চাই, বিভাজনের নয়।’ জাতিসঙ্ঘের অধীনে তাদের সরকারকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়ে মুজাহিদ বলেন, ইসলামি শরিয়া মেনে চললেও তারা বিশ্বব্যাপী কনভেনশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।

‘বিশ্বের কনভেনশন বা চুক্তিগুলো প্রতিশ্রুতির ভিত্তিতেই অস্তিত্ব লাভ করে থাকে। জাতিসঙ্ঘের সাধারণ কাঠামোর অধীনে আফগানিস্তানকে মেনে নেয়া হলে আমরাও তাদের সাথে একমত হতে পারি,’ বলেন তিনি। তিনি আরো বলেন, ‘আর যতক্ষণ এসব কনভেনশন ইসলামি শরিয়া এবং আফগানিস্তানের স্বার্থবিরোধী হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা বৈশ্বিক কনভেনশন ও চুক্তি মেনে চলতে পারি।’
মানবাধিকার ইস্যু এবং মেয়েদের শিক্ষার মতো বিষয়গুলোকে রাজনীতি থেকে আলাদা করার আহ্বান জানান তিনি। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে চাপ দেয়ার হাতিয়ার হিসেবে এসব ইস্যু ব্যবহার না করার জন্যও তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement
সিরাতুন্নবী সা: মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা : ধর্ম উপদেষ্টা এখন দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নাসের রহমান খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

সকল