১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জনসংখ্যা মন্ত্রণালয় চালু করছে দক্ষিণ কোরিয়া

-

নিম্ন জন্মহার ও দ্রুত বাড়তে থাকা বয়স্ক জনসংখ্যা সমস্যার সমাধানে নতুন জনসংখ্যা কৌশল মন্ত্রণালয় চালু করবে দক্ষিণ কোরিয়া। গত সোমবার এ কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। জন্মহার কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়তে থাকা দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় চ্যালেঞ্জ। ক্ষমতাসীন দলের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করার পর জনসংখ্যা মন্ত্রণালয় খোলার এ পরিকল্পনা জানায় দক্ষিণ কোরিয়া সরকার। এ মন্ত্রণালয় চালু করার জন্য জুলাইয়ের মধ্যে সংশোধিত সরকারি সংস্থা আইন প্রস্তাব করা হবে।
চালু হওয়ার পর নতুন মন্ত্রণালয়টি নিম্ন জন্মহার, বয়স্ক জনসংখ্যা, জনশক্তি ও অভিবাসনের মতো ডেমোগ্রাফিক (জনমিতিক) সমস্যা-সংক্রান্ত কৌশল ও পরিকল্পনার ওপর গুরুত্ব দেবে। জনসংখ্যা নীতি ও মধ্য থেকে দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়নের দায়িত্ব পালন করবে নতুন মন্ত্রণালয়টি। বর্তমানে এসব দায়িত্ব পালন করে স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, নিম্ন জন্মহার রোধে বিভিন্ন কর্মসূচির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে বাজেট বরাদ্দ ও সমন্বয়ের দায়িত্বও পালন করবে জনসংখ্যা মন্ত্রণালয়।
চালু হওয়ার পর নতুন মন্ত্রণালয় ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে জনকর্মসূচি ও প্রচারণা বাড়াবে। এ ছাড়া ডেমোগ্রাফিক তথ্যের ওপর গবেষণা করবে বলেও জানান কর্মকর্তারা। সংশোধিত বিল পাস হয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তিন মাস পর নতুন মন্ত্রণালয় কার্যক্রম শুরু করতে পারে বলে জানিয়েছে সরকার।


আরো সংবাদ



premium cement