গাজার মেডিক্যাল শিক্ষার্থীরা পাকিস্তানে সুযোগ পাবে
- এক্সপ্রেস ট্রিবিউন
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
ইসরাইলি আগ্রাসনের শিকার গাজার শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি) গাজার মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের পাকিস্তানে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। লন্ডনে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারের অনুরোধের পরিপ্রেক্ষিতে পিএমডিসি এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পিএমডিসি সভাপতি জানান, ভবিষ্যতে যাতে গাজার শিক্ষার্থীরা নিজ দেশের মানুষের সেবা করতে পারে, সেই লক্ষ্যেই পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে। তিনি আরো জানান, বর্তমানে পাকিস্তানে গাজার প্রায় ১০০ জন মেডিক্যাল শিক্ষার্থী রয়েছে। তাদের সব প্রকার সহায়তা ও সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। ফিলিস্তিনি শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার দিকে খেয়াল রাখতে এবং তাদের পড়াশোনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পিএমডিসি একটি বিশেষ কমিটি গঠন করেছে।
এর আগে গত বছরের নভেম্বরে ফিলিস্তিনি শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছিল তুরস্ক ও মালয়েশিয়া। এ দুই দেশে অধ্যয়নরত ফিলিস্তিনের গাজার শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার ঘোষণা দিয়েছিল দেশ দুটির সরকার। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এক আদেশে বলেছিলেন, তুরস্কে স্নাতক ও ডিপ্লোমা পর্যায়ে অধ্যয়নরত গাজার শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের খরচ বহন করবে তুর্কি সরকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা