ইউক্রেনকে আরো ২৩০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
- রয়টার্স
- ০৪ জুলাই ২০২৪, ০০:০৫
ইউক্রেনকে আরো ২৩০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ কথা জানিয়েছেন। আমেরিকা সফরত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভের সাথে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ ঘোষণা দেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভকে বলেন, আমি গর্বিত যে শিগগিরই আমেরিকা ২৩০ কোটি ডলারের বেশি অর্থের নিরাপত্তা সহায়তা দেবে ইউক্রেনকে। অস্টিন বলেন, এই প্যাকেজের আওতায় আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক বিধ্বংসী অস্ত্র এবং অনান্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে। উমারভের সাথে বৈঠকে অস্টিন ন্যাটো সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে ইউক্রেনের দাবির সাথে একমত প্রকাশ করেন। আগামী সপ্তাহে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আমেরিকায়। এ সম্মেলনের সময় ন্যাটোর সাথে ইউক্রেনের সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে আমেরিকা পদক্ষেপ নেবে বলে ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
দীর্ঘ দিন ধরে ন্যাটো জোটে যোগ দেয়ার দাবি জানিয়ে আসছে ইউক্রেন। কিন্তু এখন পর্যন্ত এইথ জোটের সদস্য করার ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি আমেরিকা ও অন্য সদস্য দেশগুলো। এ দিকে নতুন করে ইউক্রেনকে অস্ত্র দেয়ার খবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, এসব অস্ত্র দিয়ে কিয়েভকে রক্ষা করা যাবে না। এতে বরং যুদ্ধের মেয়াদ আরো বাড়বে।
আপস করবে না ইউক্রেন
এ দিকে রাশিয়ার সাথে আপস করতে কিংবা যুদ্ধ শেষ করার জন্য কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত নয় ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনীয় এক সিনিয়র কর্মকর্তা এ কথা বলেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই সঙ্ঘাতের অবসান ঘটাতে পারবেন, এমন ঘোষণা সম্পর্কে জানতে চাইলে এ কথা বলেন ওই কর্মকর্তা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক ওয়াশিংটন সফরের সময় সাংবাদিকদের বলেছিলেন, যুদ্ধে কিভাবে ‘শান্তি’ অর্জন করা যায় এ বিষয়ে যেকোনো পরামর্শ শুনতে প্রস্তুত কিয়েভ। তিনি বলছিলেন, ‘তবে আমরা স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপস করতে প্রস্তুত নই।’
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আগামী সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই ইয়ারমাকের এ সফরের খবরটি সামনে এসেছে। ওই সম্মেলনে ইউক্রেন ইস্যুটি আলোচনার প্রধান বিষয়বস্তু হবে বলে আশা করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা