কাজাখস্তানে পুতিন-শি বৈঠক
- রয়টার্স
- ০৪ জুলাই ২০২৪, ০০:০৫
ইউরেশীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) একটি শীর্ষ সম্মেলনে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল বুধবার কাজাখস্তানে অনুষ্ঠিত এসসিও সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয়। জোটটিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাব মোকাবেলার একটি হাতিয়ার হিসেবে দেখে মস্কো ও বেইজিং।
পুতিন এবং শি এসসিওকে প্রসারিত করেছেন। ২০০১ সালে রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোকে নিয়ে এই জোটটি প্রতিষ্ঠিত হয়। পাশ্চাত্যের প্রতিকূল হিসেবে জোটে ভারত, ইরান এবং পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়। কাজাখের রাজধানী আস্তানায় ৩-৪ জুলাই এসসিও শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। ক্রেমলিন জানিয়েছিল, সম্মেলনের ফাঁকে বুধবার একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন পুতিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা