১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দক্ষিণ আফ্রিকায় নতুন জোট সরকার ঘোষণা

-

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মন্ত্রণালয় বণ্টনসহ নতুন জোট সরকার ঘোষণা দিয়েছেন। অন্যতম বিরোধী দল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সকে সাথে নিয়ে রোববার নতুন সরকারের ঘোষণা দেন তিনি। তার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টি গত মে মাসের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর একাধিক দল নিয়ে জোট সরকার করতে বাধ্য হয়েছেন রামাফোসা।
নির্বাচনে একক সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভোটে শীর্ষদল হিসেবে প্রেসিডেন্ট পদে বহাল থাকছেন সিরিল রামাফোসা। জোট সরকারে নির্বাচনকালে প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (ডিএ) পার্টিকেই সাথে নিয়েছেন তিনি।
নতুন সরকারের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, দক্ষিণ আফ্রিকায় এখন জাতীয় ঐক্যের সরকার... আমাদের গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন। রোববার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, নতুন সরকার দ্রুত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আরো ন্যায়সঙ্গত সমাজ গঠনকে অগ্রাধিকার দেবে। নতুন মন্ত্রিসভার ৩২ পদের মধ্যে রামাফোসার দল এএনসির হাতে থাকছে ২০টি। ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সকে (ডিএ) দেয়া হয়েছে ছয়টি এবং বাকি ছয়টি পোর্টফোলিও ছোট শরিক দলগুলোর মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। নতুন মন্ত্রিসভায় এএনসি প্রতিরক্ষা, অর্থ এবং পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো হাতে রেখেছে। ডিএকে দেয়া হয়েছে গৃহবিষয়ক ও পাবলিক ওয়ার্কস। দলটির নেতা জন স্টেনহুইসেন কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন।
নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠিত দল এএনসি ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গবাদী শাসনের অবসান ঘটিয়ে প্রথম ক্ষমতায় আসে এবং এখন পর্যন্ত দেশটি এককভাবে শাসন করেছে। তবে সর্বশেষ নির্বাচনে দলটি আর একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। দীর্ঘ তিন দশকের মাথায় চলতি মে মাসের পার্লামেন্ট নির্বাচনে এএনসি মাত্র ৪০ শতাংশ ভোট পেয়েছে এবং ডিএ পেয়েছে ২২ শতাংশ ভোট।


আরো সংবাদ



premium cement