কিয়েভ ও খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
রুশ বাহিনী ইউক্রেনের শহরগুলোর পাশাপাশি জ্বালানি অবকাঠামোগুলোতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে- রয়টার্স
- ০২ জুলাই ২০২৪, ০০:০৫
ইউক্রেনের দুটি বৃহত্তম নগরী কিইভ ও খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রের টুকরো কিয়েভের শহরতলির একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে পড়ে আগুন ধরে যায়। খারকিভে বোমা হামলায় একজন নিহত হয়েছেন। গত রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে এ হামলা চালানো হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ২৮ মাসেরও বেশি সময় পরও রুশ বাহিনী ইউক্রেনের শহরগুলোর পাশাপাশি জ্বালানি অবকাঠামোগুলোতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।
অন্যান্য শহরের তুলনায় কিয়েভে হামলা তুলনামূলক কম হয়। যদিও ইউক্রেনের রাজধানীতে মার্চ মাসে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। অন্য দিকে, খারকিভ নিয়মিত হামলার শিকার হচ্ছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয়দেরকে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়ার পর থেকে রুশ বাহিনীর দাপট কিছুটা হ্রাস পেয়েছে। কিয়েভের ওবোলন শহরতলির স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে, রোববার রাশিয়ার ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে ১৪ তলা একটি অ্যাপার্টমেন্ট ভবনের বারান্দায় আগুন লেগে যায়।
জরুরি সেবা বিভাগ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে, মানসিক চাপের কারণে পাঁচ নারী বাসিন্দাকে চিকিৎসা দেয়া হয়েছে। মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, ১০ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা অনলাইনে একটি ছবি পোস্ট করে। ছবিটিতে অন্তত চারটি কালো হয়ে যাওয়া বারান্দা দেখা গেছে। আগে ১,০০০ কিলোমিটার ফ্রন্ট লাইন বরাবর সেনা মোতায়েন করে ২০২২ সালের ফেব্রুয়ারির আগ্রাসনের প্রথম কয়েক সপ্তাহে রুশ বাহিনীকে কিয়েভে অগ্রসর হতে বাধা দেয়া হয়েছিল।
যুদ্ধের শুরুতে খারকিভ কখনো রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল না। তবে এই রোববার হামলার সময় একটি বোমা থেকে ডিপোতে আগুন লাগে। এতে ডিপোর বাইরে দাঁড়িয়ে থাকা এক ডেলিভারি সার্ভিস চালক নিহত হন। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ জানিয়েছেন, আট মাস বয়সী এক শিশুসহ নয়জন আহত হয়েছেন। অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ডিপো ও এর বাইরে থাকা ট্রাকগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, রাশিয়া গত সপ্তাহে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ৮০০টিরও বেশি গাইডেড বোমা ব্যবহার করেছে। তিনি তার রাতের ভিডিও ভাষণে আরো ভালো অস্ত্র ব্যবস্থার জন্য নতুন আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি বিশ্ব আমাদের এই বোমা নিক্ষেপকারী রুশ যুদ্ধ বিমানের মোকাবেলায় সহায়তা করবে, তত তাড়াতাড়ি আমরা রাশিয়ার সামরিক অবকাঠামোতে আঘাত হানতে পারব এবং আমরা শান্তির তত কাছাকাছি থাকব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা