১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দোহায় জাতিসঙ্ঘ কর্মকর্তাদের সাথে তালেবানের বৈঠক শুরু

-

জাতিসঙ্ঘের এক মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধিরা রোববার জাতিসঙ্ঘের কর্মকর্তাদের সাথে বৈঠক শুরু করেছে। এটিই দেশটির সাথে জাতিসঙ্ঘের প্রথম বৈঠক। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসঙ্ঘের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘জাতিসঙ্ঘের বৈঠকে উপস্থিত অনেক বিশেষ দূত তালেবান প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করেন।’ তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের নেতৃত্বে আফগান প্রতিনিধিদলের সাথে জাতিসঙ্ঘের কর্মকর্তারা এবং আফগানিস্তানে মার্কিন বিশেষ প্রতিনিধিসহ ২০ জনেরও বেশি দূতের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
আফগানিস্তানের সাথে ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং দেশটির অর্থনৈতিক সমস্যা ও মাদকবিরোধী প্রচেষ্টাসহ আরো সমন্বিত প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য দোহায় দোহায় ওই বৈঠক হয়। তালেবান ক্ষমতায় ফিরে আসার পর আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানের নতুন শাসকদের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ শুরু করে। তারা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃত দেয়নি।
তালেবান কর্তৃপক্ষকে ২০২৩ সালের মে মাসে জাতিসঙ্ঘের প্রথম রাউন্ডের আলোচনা থেকে বাদ দেয়া হয়েছিল। তাদের প্রতিনিধি দলকে শুধুমাত্র আফগান প্রতিনিধিদের দাবি করে ফেব্রুয়ারিতে দ্বিতীয় রাউন্ডে যোগ দিতে অস্বীকার করেছিল। জাতিসঙ্ঘের ইভেন্টের আগে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি রোববার বলেছিলেন, সোমবারের পরে যেকোনো বৈঠক হওয়া অফিসিয়াল এজেন্ডার সাথে অসংলগ্ন ছিল। শনিবার মুজাহিদ কাবুলের একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, তালেবান কর্তৃপক্ষ নারীদের সমস্যাগুলো স্বীকার করে। কিন্তু তারা মনে করে, আফগানিস্তানের সমস্যা আফগানিস্তানেই সমাধান সম্ভব।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড

সকল