১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসরাইলি বিমানকে জ্বালানি দিতে অস্বীকৃতি তুরস্কের

-

ইসরাইলের জাতীয় বিমান সংস্থা ইএল এআই জানিয়েছে, তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করা একটি বিমানে জ্বালানি দেয়নি বিমানবন্দরে কর্মরত কর্মীরা। পরে তারা পার্শ্ববর্তী দেশ গ্রিসে গিয়ে জ্বালানি সংগ্রহ করে।
ইএল এআই কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়, এলওয়াই ৫১০২ ফ্লাইটটি রোববার সকালে পোল্যান্ডের ওয়ারশ থেকে ইসরাইলের তেলআবিবের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে বিমানটি আকাশে থাকাবস্থায় একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ে। সেখানেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে দ্রুত যেকোনো হাসপাতালে নেয়ার কথা বলেন। পরে এটি তুরস্কের আন্তালিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তবে সেখান থেকে ইসরাইলে ফেরার পথে বিমানটি ওই বিমানবন্দর থেকে জ্বালানি সংগ্রহ করতে চাইলে সেখানকার কর্মীরা তাতে জ্বালানি দিতে অস্বীকৃতি জানায়। পরে বিমানটি জ্বালানি সংগ্রহ করতে গ্রিসের আরেকটি বিমানবন্দরে অবতরণ করে।
এ দিকে তুরস্কের একটি কূটনীতিক সূত্র জানিয়েছে, জরুরি (মেডিক্যাল) কারণে ইসরাইলি বিমানটিকে তাদের বিমানবন্দরে অবতরণ করতে দেয়া হয়। কিন্তু বিমানবন্দরের কর্মীরা তাতে কোনো ধরনের জ্বালানি সরবরাহ করবেন না বলে জানিয়ে দেন। পরে মানবিক দিক বিবেচনা করে তারা বিমানটিকে জ্বালানি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই বিমানের ক্যাপ্টেন তুরস্ক থেকে বিমানটি নিয়ে গ্রিসের ডায়াগোরাসের রোডস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেন।
তবে যে অসুস্থ ব্যক্তির কারণে বিমানটি তুরস্কে অবতরণ করতে বাধ্য হয়েছিল, সে ব্যক্তির ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তাকে কি তুরস্কের হাসপাতালেই রাখা হয়েছে, না বিমানে করে পুনরায় নিয়ে যাওয়া হয়েছিল, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় বর্বরতা ও গণহত্যা চালানোয় তুরস্ক ও ইসরাইলের মধ্যে থাকা কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছে। এ অবস্থায় তুরস্ক ও ইসরাইলের মধ্যে সব সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ দিকে গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখারও ঘোষণা দেয় তুরস্ক।


আরো সংবাদ



premium cement
সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক বিজয় ঘোষণার অপেক্ষা ভারতকে দেয়া সুইজারল্যান্ডের বিশেষ সুবিধা প্রত্যাহার

সকল