উ: কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা
- আলজাজিরা
- ০২ জুলাই ২০২৪, ০০:০৫
আরো দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। গতকাল সোমবার উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাঙ্গিয়ন শহর থেকে উত্তর-পূর্ব দিকে ১০ মিনিটের ব্যবধানে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ১২০ কিলোমিটার পর্যন্ত উড়েছিল। প্রথমটি দেশটির পূর্বাঞ্চলীয় শহর চংজিনের সমুদ্রে অবতরণ করেছে। তবে দ্বিতীয়টি এতদূর পৌঁছায়নি। অভ্যন্তরীণ কোনো এলাকায় এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মনে করছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মুখপাত্র লি সুং-জুন পরে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটিতে সমস্যা ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা