১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পশ্চিমতীরে নতুন ইসরাইলি বসতি স্থাপনের নিন্দা ওআইসির

-

জর্দান নদীর পশ্চিমতীরে ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরাইল। দখলদার সরকারের এই অবৈধ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। ইসরাইল সম্প্রতি পশ্চিমতীরে আরো অন্তত পাঁচটি বসতি স্থাপন এবং তাতে হাজার হাজার আবাসিক ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
গত শনিবার এক বিবৃতিতে তেলআবিবের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি। সংস্থাটি এদিন জোর দিয়ে বলেছে যে, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিজের ঔপনিবেশিক শাসনকে স্থায়ী করার জন্য ইসরাইলের নেয়া এসব পদক্ষেপ ও সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর অধীনে বাতিল এবং অকার্যকর। বিশেষ করে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ২২৩৪ নম্বর প্রস্তাবের অধীনে।
পশ্চিমতীরে এসব অবৈধ বসতি স্থাপন করার অপতৎপরতার বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে ওআইসি বলেছে, আন্তর্জাতিক সমাজের উচিত গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে অবৈধ বসতি নির্মাণ প্রক্রিয়া বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করা।
তেমনি সৌদি আরব শনিবার অধিকৃত পশ্চিমতীরে বসতি বাড়ানোর ইসরাইলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের নিন্দা করেছে। সৌদি প্রেস এজেন্সি প্রচারিত এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরাইলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে।’
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, “যদি ইসরাইলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায়, তবে এর ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে।” এর আগে ইসরাইলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন, তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।


আরো সংবাদ



premium cement