১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ দোহায় তালেবানের সাথে বৈঠক বসছে ২৫ দেশের প্রতিনিধি

-

কাতারের দোহায় তালেবানের সাথে প্রায় ২৫ দেশের প্রতিনিধির দুই দিনব্যাপী বৈঠক আজ রোববার শুরু হচ্ছে। জাতিসঙ্ঘের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নিতে আফগানিস্তানের নারীদের আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। জাতিসঙ্ঘের রাজনীতিবিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো এমন সমালোচনার জবাবে বলেছেন, বৈঠকের প্রতিটি সেশনে নারী অধিকারের বিষয়টি তোলা হবে। দুই দিনের বৈঠকে সভাপতিত্ব করবেন ডিকার্লো।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর তালেবানের সঙ্গে এটিই এমন প্রথম বৈঠক। তবে ‘এটা স্বীকৃতি (তালেবানকে) দেয়ার বৈঠক নয়’ বলে জানিয়েছেনব ডিকার্লো। তিনি বলেন, ‘সেখানে (বৈঠকে) তালেবান নয়, আফগানিস্তান ও সে দেশের জনগণ নিয়ে কথা হবে।’ টেকসই শান্তি, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মেনে চলাসহ নানান বিষয়ে কথা হবে বলেও জানান ডিকার্লো। অন্য দিকে তালেবান বলছে, তারা অর্থনীতি, ব্যাংকিংব্যবস্থা, বেসরকারি খাতের উন্নয়ন, মাদক পাচারের মতো বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী।


আরো সংবাদ



premium cement