১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিশ্ব ব্যর্থ : জাতিসঙ্ঘ

-

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধ এবং তহবিলের ঘাটতি জাতিসঙ্ঘের প্রধান উন্নয়ন লক্ষ্যগুলোর অগ্রগতি ব্যাহত করেছে, যার মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেয়া পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলো ২০১৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করে, ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যের সম্পূর্ণ অবসান এবং ক্ষুধা দূর করাসহ বিশ্বকে রূপান্তর করার জন্য ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। গুতেরেস শুক্রবার এ বিষয় সতর্ক করে দিয়ে বলেন, বিশ্ব এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।
লক্ষ্যমাত্রার সর্বশেষ অগ্রগতি তুলে ধরে নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, শান্তি সুরক্ষিত করতে, জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় এবং আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধিতে আমাদের ব্যর্থতা উন্নয়নকে ব্যহত করছে। অ্যান্তোনিও গুতেরেস বলেন, আমাদের অবশ্যই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য পদক্ষেপ ত্বরান্বিত করতে হবে এবং আমাদের একটি মুহূর্ত নষ্ট করা যাবে না, লক্ষ্যমাত্রার মাত্র ১৭ শতাংশ অগ্রগতি হয়েছে।


আরো সংবাদ



premium cement