১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্পেনের পার্লামেন্টে কসোভোকে স্বীকৃতির প্রস্তাব নাকচ

-

কাতালান অঞ্চলের কিছু দলের পক্ষ থেকে বলকান রাষ্ট্র কসোভোকে স্বীকৃতি প্রদানের প্রস্তাব নাকচ করে দিয়েছেস্পেনের পার্লামেন্ট। প্রস্তাবটি ২৯৩-২৫ ভোটে বিপুল ভোটে নাকচ করা হয়। এ ছাড়াও ২৭ জন এমপি ভোটদানে বিরত থাকেন।
কাতালান বিচ্ছিন্নতাবাদী দল জুন্টসের পক্ষ থেকে বৃহস্পতিবার সংসদে এ প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে জুন্টসের সংসদ সদস্য এডুয়ার্ড পুজোল বলেন, ‘কসোভো আইনের শাসন প্রতিষ্ঠিত একটি স্বাধীন রাষ্ট্র। আন্তর্জাতিক বিচার আদালতও তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে।’
উল্লেখ্য, ২০০৮ সালে সার্বিয়া থেকে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত পাঁচটি দেশ- স্পেন, গ্রিস, রোমানিয়া, স্লোভাকিয়া এবং সাইপ্রাস এখনো কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। তবে ইইউর এ দেশগুলো কসোভোর নাগরিকদের ভ্রমণ নথিপত্রকে স্বীকৃতি দেয়। অন্য দিকে, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আশা পোষণকারী সার্বিয়া কখনোই কসোভোর স্বাধীনতাকে স্বীকার করেনি। তারা এখনো কসোভোকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। ইসরাইল সর্বশেষ দেশ হিসেবে কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে।

 


আরো সংবাদ



premium cement
দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড

সকল